শিরোনাম
ব্যাংক লেনদেনে করোনা ঝুঁকি বাড়ছে
প্রকাশ : ১২ এপ্রিল ২০২০, ১৭:২৬
ব্যাংক লেনদেনে করোনা ঝুঁকি বাড়ছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা আতঙ্কের মধ্যেই ব্যাংকে টাকা তুলতে আসা গ্রাহকরা সামাজিক দূরত্ব বজায় না রাখায় ঝুঁকি ক্রমশ বাড়ছে। এ অবস্থায় বন্দরনগরী চট্টগ্রামে ব্যাংকগুলোতে অভিযান চালিয়ে কর্মকর্তাদের সতর্ক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে ব্যাংকগুলোতে অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গ্রাহকদের নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর উদাসীনতার প্রমাণ পাওয়ায় তাদেরকে সতর্ক করা হয়।


চট্টগ্রাম জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিষ্টেট তৌহিদুল ইসলাম বলেন, এখানে যারা সামাজিক দূরত্ব রক্ষা করে চলেনি তাদেরকে সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। দু’য়েকজনকে জরিমানা করা হয়েছে।


তবে ব্যাংক কর্মকর্তাদের দাবি, তাদের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com