শিরোনাম
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জরুরি পরিষেবায় অন্তর্ভূক্তির দাবি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৮:২৪
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জরুরি পরিষেবায় অন্তর্ভূক্তির দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার গত ২৬ মার্চ থেকে তিন দফায় সাধারণ ছুটি ঘোষণা করে। যা এখনো চলমান আছে। উদ্ভূত পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে তফসিলি ব্যাংকসমূহ সীমিত আকারে ব্যাংকিং সেবা চালিয়ে যাচ্ছে।


প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক পরিপত্রে উল্লিখিত জরুরি পরিষেবার মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি।


অবিলম্বে এই পরিপত্র সংশোধান করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জরুরি পরিষেবার অন্তর্ভূক্ত করার আহবান জানান।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল ও সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদ শিমুল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক গৃহীত পদক্ষেপে বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন এখনো নিয়ন্ত্রণে রয়েছে।


বিবার্তা/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com