শিরোনাম
ব্যাংকিং লেনদেনে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৮:১১
ব্যাংকিং লেনদেনে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্যাংকিং লেনদেনে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।


সার্কুলারে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সময়ে আগত বিভিন্ন ঢাকা গ্রহণকারী সহ গ্রাহক, দর্শনার্থী সাক্ষাৎপ্রার্থী এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে আগমন করার পর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না। তাই এখন নির্দেশনা দেয়া যাচ্ছে যে, ব্যাংকে আগত গ্রাহক,দর্শনার্থী বা সাক্ষাৎপ্রার্থী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ আগমন করার পর যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসনের সহায়তা গ্রহণ করা যেতে পারে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ক্ষমতাবলে এর নির্দেশনা জারি করা হলো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com