শিরোনাম
ডিএসইতে ৪৬৪ কোটি টাকার লেনদেন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩
ডিএসইতে ৪৬৪ কোটি টাকার লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫৬টি কোম্পানির ১৭ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ২৭৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে রবিবার (২ ফেব্রুয়ারি)। মোট লেনদেনের পরিমাণ ৪৬৪ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ৫৭৪ টাকা।


ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৮৫ পয়েন্ট বেড়ে ৪৪৮১.৫১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.০০ পয়েন্ট বেড়ে ১৫২৫.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১.৫০ পয়েন্ট কমে ১০২৬.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।


টাকার ভিত্তিতে সর্বোচ্চ লেনদেন হওয়া প্রধান ১০টি কোম্পানি হলো: লাফার্জ হোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার, কেপিসিএল, এডিএন টেলিকম, বিএসসি, এসএস স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইলস, গ্রামীণ ফোন, এমএল ডাইং ও ইন্দো-বাংলা ফার্মা।


দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মার্কেন্টাইল ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, অগ্রনী ইন্সুরেন্স, রাইজিং সাইন, বিডি অটোকারস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, হাক্কানী পাল্প, ইসলামি ইন্সুরেন্স ও ইন্টারন্যাশনাল লিজিং।


অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শ্যামপুর সুগার, সিভিও পিআরএল, সাফকো স্পিনিং, মেঘনা পেট, জেমীনি সী ফুড, এসএস স্টিল, স্টাইলক্র্যাফট লিঃ, বসুন্ধরা পেপার মিলস, প্রাইম টেক্স ও বিডি কম।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com