শিরোনাম
ক্রিকেটে বাজি ধরতে ব্যাংকের ৩ কোটি টাকা সরালেন ইনচার্জ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৬:৪৫
ক্রিকেটে বাজি ধরতে ব্যাংকের ৩ কোটি টাকা সরালেন ইনচার্জ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেট খেলায় বাজি ধরতে ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৪৫ লাখ টাকা সরিয়েছেন প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার ইনচার্জ শামসুল ইসলাম। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ তথ্য দিয়েছেন তিনি।


বুধবার (২৯ জানুয়ারি) তার জবানবন্দি রেকর্ড করে আদালতে নিয়েছে পুলিশ। শামসুল ইসলাম রাজশাহীর সাগরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।


শামসুল ইসলাম জানিয়েছে, ব্যাংকটিতে সব সময় প্রায় ১৫ কোটি টাকা থাকতো। গত দুই বছর ধরে তিনি টাকাগুলো ব্যাংক থেকে সরাতে থাকেন। এই টাকায় তিনি বিপিএল ও আইপিএলসহ বিভিন্ন খেলায় অনলাইনে বাজি ধরতেন। এতে কখনো কখনো জিতলেও প্রায়ই হারতেন। এভাবেই টাকাগুলো তিনি বাজিতে হেরেছেন।


পুলিশ জানায়, টাকা রাখার ভল্টের সামনের লাইন ঠিক রেখে পেছনের লাইন থেকে তিনি টাকাগুলো সরাতেন। এতে করে ব্যাংকের কোন কর্মকর্তার সন্দেহ হতো না। গত বৃহস্পতিবার সমস্ত টাকা গণনার পর ৩ কোটি ৪৫ লাখ টাকা কম পাওয়া যায়। এসময় ব্যাংকের কর্মকর্তাদের কাছেই তিনি টাকা নেয়ার ঘটনা স্বীকারও করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com