শিরোনাম
আন্তর্জাতিক কাস্টমস দিবসে শোভাযাত্রা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৫০
আন্তর্জাতিক কাস্টমস দিবসে শোভাযাত্রা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক কাস্টমস দিবস রবিবার (২৬ জানুয়ারি)।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে দেশব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা রাজস্ব ভবন প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।


তিনি বলেন,বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় কাস্টমস দিবস পালন করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও নিরাপদ সীমান্ত বাণিজ্য নিশ্চিতকরণে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ।


দিবসটি উপলক্ষে রাজস্ব ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।


শোভাযাত্রা রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাকরাইল রাজমনি সিনেমা হলের সামনে দিয়ে দুদক-শিল্পকলা হয়ে রাজস্ব ভবনে এসে শেষ হয়।এতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও চলচ্চিত্র অঙ্গণের নায়ক-নায়িকা, নাটক অভিনেতা অভিনেত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


দিবসটি উপলক্ষে দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com