শিরোনাম
বাংলাদেশ ক্রমাগত অর্থনৈতিক খাতে উন্নতি করছে: অর্থমন্ত্রী
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:২৫
বাংলাদেশ ক্রমাগত অর্থনৈতিক খাতে উন্নতি করছে: অর্থমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রমাগতভাবে অর্থনৈতিক খাতে উন্নতি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।সোমবার (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, বিশ্বে যে কয়েকটি দেশের রপ্তানি আয় খুব দ্রুত বাড়ছে, তার মধ্যে বাংলাদেশ একটি। দেশের উৎপাদন আর চাহিদা আমারা নিজেরাই তৈরি করি তাই আর্থিক খাতে এই মুহূর্তে কোনো রকমের ঝুঁকি নেই।


অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করা হচ্ছে। ২০২৪ সাল নাগাদ এটি ১০ শতাংশে দাঁড়াবে।


মন্ত্রী আরো বলেন, ২০৩০ সাল নাগাদ কারও কর্মসংস্থানের অভাব থাকবে না। ওই সময়ের মধ্যে ৩ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।


অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজীবুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com