শিরোনাম
৬৮ প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ দিতে হবে কোষাগারে
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৪
৬৮ প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ দিতে হবে কোষাগারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ৬৮টি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উদ্বৃত্ত টাকার পরিমাণ দুই লাখ ১২ হাজার ১০০ কোটি টাকা। এ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।


এজন্য ‘স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন, ২০১৯’ এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ আইন অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।


তিনি বলেন, আমাদের স্বশাসিত সংস্থাগুলোর লেটেস্ট ব্যালেন্স দেখা গেছে দুই লাখ ১২ হাজার ১০০ কোটি টাকার স্থিতি বিভিন্ন ব্যাংকে এফডিআর হিসাবে আছে।


এ টাকাগুলো কোনো ভালো কাজে ইনভেস্ট হচ্ছে না। এজন্য সরকারের এ আইনের মাধ্যমে পলিসি হলো, কিছু প্রভিশন রেখে সরকারের কোষাগারে নিয়ে আসা এবং জনকল্যাণমূলক কাজ করা। আমাদের অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো আর্থিক সংকটের কারণে সেখানে অর্থায়ন করা যায় না।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com