শিরোনাম
বাংলা ১০০ টাকায় মিলছে ৮৬ ভারতীয় রুপি!
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৯, ১৮:৪১
বাংলা ১০০ টাকায় মিলছে ৮৬ ভারতীয় রুপি!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় মুদ্রা রুপির রেকর্ড দরপতন ঘটেছে।গত ৩৫ বছরের মধ্যে বর্তমানে রুপিকে ধরে ফেলার উপক্রম করেছে টাকা।১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৮৬ রুপি। আবার হুন্ডিতে লেনদেন হলে এর বেশিও মিলছে।বিষয়টি সীমান্ত এলাকায় এক ধরনের ঈদের খুশির আমেজ ছড়িয়েছে।


পশ্চিমবঙ্গের কলকাতাসহ ভারতের বড় বড় শহরের শপিং মলে বাংলাদেশীদের কেনাকাটাও বেড়েছে।ভারতে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা।বেড়েছে চোরাচালানও।


সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে রুপির মান নিম্নমুখী হতে শুরু করে।ফলে রুপির বিপরীতে টাকার মূল্যমান বাড়তে থাকে।ডলারের দাম বৃদ্ধি ও সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ ভারতের অভ্যন্তরীণ বাজারে রুপির এই দরপতনে টাকার মর্যাদা বেড়েছে।


১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশী মুদ্রা ১০০ টাকায় সমান সমান ভারতীয় ১০০ রুপি পাওয়া যেত। এরপর টাকার মান কমতে থাকে। এক পর্যায়ে তা রুপির চেয়ে অর্ধেকেরও কমে এসে দাঁড়ায়।


দরপতনের কারণে অনেকেই টাকা দিয়ে রুপি কিনে রাখছে। পর্যটনসহ বিভিন্ন কারণে ভারতে যাওয়া বাংলাদেশীরাও বাড়তি সুবিধা ভোগ করছে। একই কারণে আগের চেয়ে বেশিসংখ্যক পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছে। এদিকে বাংলাদেশে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের স্বত্বাধিকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন-চার দিন ধরে বাংলাদেশী ১০০ টাকায় ভারতীয় ৮৬ রুপি পাওয়া যাচ্ছে।মুদ্রা বিনিময়ের এই হার গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com