শিরোনাম
মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১৫:৪৮
মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কৌতুক অভিনেতা মঞ্জুনাথ নাইড়ু মঞ্চে কৌতুক অভিনয় করা অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন। অভিনয় অবস্থায় মঞ্চে তিনি পড়ে যান এরপর শুয়ে পড়েন।


কিন্তু এই দৃশ্য দেখে দর্শকরা মনে করেছেন অভিনয়ের অংশ। প্রায় এক মিনিট এভাবে থাকার পর কয়েকজন এগিয়ে গেলে দেখেন সব শেষ। ডাক্তারের কাছে নেয়া হলে তিনিও মৃত বলে ঘোষণা করেন।


অল্প বয়সেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন মঞ্জুনাথ নাইড়ু। ৩৬ বছর বয়সেই নিষ্ঠুর মৃত্যুকে অলিঙ্গন করতে হলো তাকে।


রক্তে ভারতীয় এই অভিনেতা জন্মেছিলেন আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। গত পাঁচ বছর দুবাইয়ে লাইভ পারফর্ম করে দর্শকদের বিনোদন দিয়েছেন তিনি।


কে জানতো অভিনয় করা অবস্থায় মঞ্চেই তিনি মৃত্যু বরণ করবেন? গত শুক্রবারই হবে তার জীবনের শেষ দিন?


হলভর্তি দর্শকের সামনে অভিনয় করতে করতে মঞ্চে যখন হঠাৎ বসে পড়েন, সবাই নিখুঁত অভিনয় মনে করে করতালি দিয়ে ওঠে।


শেষ দৃশ্যে তিনি বাবার চরিত্রে অভিনয় করছিলেন। পরিবারের মানুষজন আর ব্যক্তিগত জীবনের নানা গল্প বলছিলেন। মঞ্চের সামনে বসে থাকা সবাই হাসছিল। শেষে হতাশা নিয়ে কথা বলতে শুরু করেন। তাতেও সবাই হেসেছেন। আর তারপরই তিনি পড়ে যান।


কৌতুক অভিনেতা সালমান কোরেশি টুইট করেছেন, ভাই আমার! পৃথিবীর সবচেয়ে মজার মানুষ। বিশ্বাস করতে পারছি না, তুমি আর নেই।


আরেক কৌতুক অভিনেতা ফিলিপিনা ইমাহ ফেসবুকে লিখেছেন, আমরা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।


বিবার্তা/লতিফুর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com