শিরোনাম
শবনমের পা ছুঁয়ে সম্মান জানালেন আতিফ
প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৪:১৩
শবনমের পা ছুঁয়ে সম্মান জানালেন আতিফ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে হয়ে গেলো ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ২০১৯’। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির শোবিজ অঙ্গনের সব তারকারা। আর এই অনুষ্ঠানেই সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের ‘আম্মাজান’ খ্যাত তারকা অভিনেত্রী শবনম।


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকার প্রথম অধ্যায়টিতে ছিল পাকিস্তান। শবনম চলে আসার পর দেশটির ললিউড ইন্ডাস্ট্রিতে ধস নেমেছিল। ১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র ‘চান্দা’-র মাধ্যমে নাম ছড়ায় তার। এরপর ‘তালাশ’ দিয়ে পাকিস্তানিদের মন খুঁজে নিয়েছিলেন তিনি।


৭ জুলাই জমকালো এই অনুষ্ঠানে পাকিস্তানের ফ্যাশন, সংগীত, চলচ্চিত্রসহ সব অঙ্গনের সেলেব্রেটি তারকাদের অভিনেত্রী শবনমের উপস্থিতি আবেগাপ্লুত করে।



শুধু তাই নয়, এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ফয়সাল কোরেশি, অভিনেত্রী সাবা কামারসহ তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলামও শবনমকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন। তার সঙ্গে ছবি তুলতেও নাকি হুড়োহুড়ি লেগে গিয়েছিলো। এমনকি শবনমের পা ছুঁয়ে সম্মান জানান আতিফ আসলাম। দর্শক সারি থেকে গাইতে গাইতে শবনমকে মঞ্চে নিয়ে যেতেও দেখা গেছে।


এমন খবরই দিয়েছে পাকিস্তান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। যেখানে পাকিস্তানের বর্তমান প্রজন্মের সিনেমা ও সংগীত তারকাদের সঙ্গে শবনমের বেশকিছু ছবি সংযুক্ত করে জানানো হয়, ষাট ও সত্তরের দশকের পাকিস্তানি ছবির তারকা অভিনেত্রী ছিলেন শবনম। তার অভিনীত বেশকিছু ছবি পাকিস্তানিদের কাছে আজও অম্লান। এমনকি এই প্রজন্মের বহু তারকা শবনমকে ‘আইডল’ মানেন বলেও জানানো হয়।


লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানটিতে যোগ দিতে গত ৫ জুলাই করাচি পৌঁছেন শবনম। সেখানে পৌঁছানোর পর আয়োজকরা বিমান বন্দরেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ৭ জুলাই লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানটিতে উপস্থিত হওয়ার পর শবনমের হাতে আজীবন সম্মাননা পুরস্কারটি তুলে দেন ইউনিলিভারের চেয়ারম্যান সাজিয়া সাঈদ।



একই মঞ্চে আজীবন সম্মাননা জানানো হয় ষাটের দশকের পাকিস্তানি অভিনেতা নাদিম ব্যাগকেও। তৎকালীন সময়ে এই অভিনেতার সঙ্গে জুটি বেঁধে বেশকিছু ছবিতে অভিনয় করেছিলেন শবনম।


ঢাকায় জন্মগ্রহণকারী এই অভিনেত্রীর প্রকৃত নাম ঝর্ণা বসাক। শবনম নামে একটি ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দেয়ায় এটিই পরবর্তীকালে তার নাম হয়ে যায়। বাবা ননী বসাক ছিলেন একজন স্কাউট প্রশিক্ষক ও ফুটবল রেফারী। স্বনামধন্য সংগীত পরিচালক রবিন ঘোষ-কে শবনম বিয়ে করেন ১৯৬৪ সালের ২৪ ডিসেম্বর। হিন্দু অভিনেত্রী হয়েও শবনমের আগে কিংবা পরে পাকিস্তানি চলচ্চিত্রে এতো জনপ্রিয়তা আর কারো ভাগ্যে জোটেনি।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com