শিরোনাম
‘রূপা ভাবী’তে একসঙ্গে তারিন-চঞ্চল
প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১১:৫৮
‘রূপা ভাবী’তে একসঙ্গে তারিন-চঞ্চল
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

‘দাত থাকলে বাঙ্গালী দাঁতের মর্যাদা দেয় না। এই যে রূপা এতোদিন সংসারের সবকিছুর দায়িত্ব নিয়ে সামলে গেছে আমরা কি কেউ তাকে প্রতিদান দিতে পেরেছি? আমাদের রূপারা প্রতিদান আশা করে না। কিন্তু তবুও কী আমরা কোনোদিন বলেছি ধন্যবাদ রূপা, তুমি আসলে পরিবারের জন্য অনেক কিছুই করেছো। কিন্তু আমরা তাও বলিনা, আমরা কতো কৃপণ।’


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী এমনই বিষয়কে উপজীব্য করে নির্মিত নাটক ‘রূপা ভাবী’র সম্পর্কে অল্প কথায় তুলে ধরার চেষ্টা করেন। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ পারিবারিক গল্পের নাটক ‘রূপা ভাবী’। নাটকটি প্রযোজনা করেছেন আলফা-আই প্রোডাকশনের কর্ণধার শাহরিয়ার শাকিল।



সোম ও মঙ্গলবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটি নির্মাণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন ড. ইনামুল হক, শিরীন আলম’সহ আরো অনেকে।


নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নন্দিত অভিনেত্রী তারিন বলেন, ‘রূপা ভাবী নাটকটির গল্প প্রত্যেকটি মানুষের বিবাহিত জীবনের একটি অংশ। সবাই এই গল্পের সাথে কোথাও না কোথাও নিজের জীবনের কিছুটা হলেও মিল খুঁজে পাবেন। লেখক খুব সুন্দরভাবে গল্পটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। সংসার সুখের হয় রমনীর গুনে, এ কথা কতোটুকু সত্যি তা এই গল্পে আছে। রূপা ভাবী নাটকে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আমারই ভীষণ পছন্দের একজন কো-আর্টিস্ট, পছন্দের অভিনেতা চঞ্চল ভাই। তিনি এমনই একজন শিল্পী শুটিং-এ আসার আগে যার স্ক্রিপ্ট মুখস্থ থাকে, তিনি জানেন নাটকে তার চরিত্র কী। মূলকথা তার পূর্বপ্রস্তুতি থাকে বলেই তার সঙ্গে কাজটা ভীষণ উপভোগ করি আমি। আমি নিজেও সবসময় আমার চরিত্র বুঝে, স্ক্রিপ্ট মুখস্থ করে শুটিং-এ যাই। যেকোনো কারণেই হোক আজকাল নাটকের পরিবারের সদস্যদের দেখা যায়না। কিন্তু রূপা ভাবী এই সময়ে একটি সুন্দর পারিবারিক গল্পের নাটক।’



ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন রূপা আমাদের বাঙ্গালী নারীর চিরায়ত চরিত্র। তারা প্রতিদানের আশা নিয়ে সংসার আগলে রাখে না। কিন্তু তারপরও তারা দিনের পর দিন সংসারের জন্যই নিবেদিত হয়ে কাজ করেন। এই নাটকে রূপা চরিত্রে অভিনয় করেছেন তারিন। তারিন এক কথায় অসম্ভব মেধাবী একজন অভিনেত্রী। আমি যখন অভিনয় শুরু করি তখন অনেক মেধাবী অভিনেত্রী ছিলেন। তারা অনেকেই এখন আর কাজ করছেন না। সাময়িক একটি সিস্টেমের ভেতরের মধ্যে পড়ে আমরা যা ইচ্ছা তাই করছি। মেধাবী শিল্পীদের মূল্যায়ণ করছি না। তারিনের মতো মেধাবী শিল্পীদেরকে নিয়ে নিয়মিত নাটক নির্মাণ হওয়া উচিত। আর নির্মাতা হিসেবে আবু হায়াত মাহমুদ খুব ভালো। অনেক যত্ন নিয়ে সে নাটক নির্মাণ করার চেষ্টা করে।’


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com