শিরোনাম
বাবা নেই দুই যুগ, আজো মন কাঁদে আশিকের
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ২১:১৭
বাবা নেই দুই যুগ, আজো মন কাঁদে আশিকের
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ ৫ জুলাই। ১৯৯৭ সালের ৫ জুলাই এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা আশিক চৌধুরীর বাবা শামসুল আলম ইন্তেকাল করেন। আশিক তখন খুব ছোট্ট। কী ই বা বুঝে আশিক তখন জীবনের। কিন্তু সেই ছোট্ট বয়সেই আশিক তার বাবাকে হারাতে হলো। বাবাকে হারানোর প্রায় দুই যুগ অতিক্রম করতে যাচ্ছেন আশিক ও তার পরিবার।


বৃহস্পতিবার আশিকের বাবার চব্বিশ’তম মৃত্যু বার্ষিকী। তাই সব কাজ বাদ দিয়ে আশিক চলে গেছেন মুন্সীগঞ্জে গ্রামর বাড়িতে। বাবার কবর জিয়ারত করার পাশাপাশি বাবার জন্য দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। আশিক চেষ্টা করেন তার মাকে সময় দিতে। তাই যখনই সময় পান ছুটে যান মায়ের কাছে। কারণ তার বাবার মৃত্যুর পর তার মা’ই পরিবারের সবার দায়িত্ব নিয়ে অনেক সংগ্রামের মধ্যদিয়ে পরিবারটিকে দাঁড় করিয়েছেন।


আশিকের বাবা ছিলেন ডিষ্ট্রিক রেজিস্ট্রার। বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আশিক বলেন, বাবার কথা খুব বেশি যে আমার মনে আছে, এমনটি নয়। তবে মনেপড়ে একটি স্মৃতি বিশেষভাবে। আর তা হলো, আমি বাবা-মায়ের সঙ্গে মুন্সীগঞ্জের দর্পনা সিনেমা হলে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের একটি সিনেমা দেখতে গিয়েছিলাম। এতোটুকুই মনে পড়ে বাবাকে নিয়ে। জীবন চলার পথে বাবাকে খুব মিস করি। আজো নীরবে বাবার জন্য কাঁদি। বাবা বেঁচে থাকলে হয়তো এতোটা কঠিন সংগ্রামী জীবনের মুখোমুখি আমাকে হতে হতো না। দোয়া করি আমার বাবাকে যেন আল্লাহ বেহেস্ত নসীব করেন। আমার বাবার আদর্শেই আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।


আশিকের মা সাফিয়া খাতুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালে আশিকের মা জয়িতা’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। একজন সমাজসেবিকা হিসেবে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।


বিবার্তা/অভি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com