শিরোনাম
প্রয়াত অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্টের জন্মদিন আজ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১১:১৪
প্রয়াত অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্টের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী, ভিজ্যুয়াল শিল্পী ও সমাজকর্মী গ্লোরিয়া স্টুয়ার্টের জন্মদিন আজ। তিনি ১৯১০ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন।


ডুবে যাওয়া টাইটানিক জাহাজ থেকে কিছু মানুষের প্রাণে বাঁচার বাস্তব কাহিনির ভিত্তিতে এক অসাধারণ প্রেমের সিনেমা তৈরি করেছিলেন পরিচালক জেমস ক্যামেরুন। সিনেমাটির নাম টাইটানিক। টাইটানিক সিনেমাতে বেঁচে যাওয়াদের অন্যতম একজন ছিলেন অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট। তার বর্ণনায় ফুটে ওঠে সে দিনের টাইটানিকের সেই ঘটনার বিবরণ।



টাইটানিকে অভিনয়ের বয়স সাতাশি। এতখানি বয়সে এতটা অসাধারণ অভিনয়ের পর তাই সবচেয়ে বেশি বয়সে অভিনয়ের অস্কার পুরষ্কারের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। এছাড়া এই ‘কাম ব্যাক' পিরিয়ডে শার্লি টেম্পলের বেশ কয়েকটা ছবি ছাড়াও ‘দ্য ইনভিজিবল ম্যান' ছবিতে দারুণ অভিনয় করেছিলেন গ্লোরিয়া৷


পড়াশোনা করেছিলেন দর্শন আর অভিনয় নিয়ে৷ বছর পাঁচেক আগে স্তন ক্যান্সারের শিকার হন। সে অসুখটাকে পাশ কাটিয়েছিলেন শক্ত হাতে৷ তারপর ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে টাইটানিকের দেশে ফিরে গেলেন গ্লোরিয়া। বয়স হয়েছিল ঠিকঠাক একশো।


ক্যামেরনের আভাতার বাজারে আসার আগে পর্যন্ত ১৯৯৭ সালের রিলিজ টাইটানিক ছিল বিশ্বের জনপ্রিয়তম ছবি। তো, সে ছবি যতদিন মনে থাকবে, ততদিন গ্লোরিয়াকেও মনে রাখতে হবে। কারণ, আসল নায়িকা তো তিনিই। যে কিনা সত্যিই টাইটানিকে চড়ে ভেসেছিল।


সাউদার্থ ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী স্টুয়ার্ট ১৯২০-এর দশকে উচ্চ বিদ্যালয়ের থাকাকালীন অভিনয় শুরু করেন এবং ১৯৩০ ও ১৯৪০-এর দশকে মঞ্চে অভিনয় করেন। তিনি লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্ক সিটির লিটল থিয়েটার ও গ্রীষ্মকালীন স্টক কোম্পানিতেও কাজ করেন।
১৯৩২ সালে তিনি ইউনিভার্সাল পিকচার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এই স্টুডিওর চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন তিনি। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দি ওল্ড ডার্ক হাউজ (১৯৩২), দি ইনভিজিবল ম্যান (১৯৩৩) ও দ্য থ্রি মাস্কেটিয়ার্স (১৯৩৯)।


১৯৪৫ সালে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সঙ্গে স্বল্পকালীন চুক্তি শেষে স্টুয়ার্ট অভিনয় জীবন ত্যাগ করে চিত্রশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি পরবর্তী পাঁচ দশক ফাইন প্রিন্টার হিসেবে কাজ করেন এবং চিত্র অংকন, সেরিগ্রাফি, ক্ষুদ্র চিত্র সম্বলিত বই, বনজাই, ও দেকুপাজে মনোযোগী হন।



১৯৭০-এর দশকের শেষের দিকে তিনি অভিনয়ে ফিরে আসেন এবং রিচার্ড বেঞ্জামিনের মাই ফেভারিট ইয়ার (১৯৮২) ও ওয়াইল্ডক্যাটস (১৯৮৬) চলচ্চিত্রে ক্ষুদ্র ভূমিকায় অভিনয় করেন।


স্টুয়ার্ট জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক সিনেমাতে ১০১ বছর বয়সী রোজ ডসন কালভার্ট চরিত্রে অভিনয় দিয়ে প্রসিদ্ধি লাভ করেন। তার এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র হল ভিম ভেন্ডাস পরিচালিত ল্যান্ড অব প্লেন্টি (২০০৪)। তিনি ২০১০ সালে ১০০ বছর বয়সে মারা যান।


অভিনয় ও শিল্প পেশার পাশাপাশি স্টুয়ার্ট একজন পরিবেশবাদী ছিলেন এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সূত্র: ডয়চে ভেলে, নিউজ ১৮


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com