শিরোনাম
আবারো বিচারকের ভূমিকায় কনা
প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১৩:৪৭
আবারো বিচারকের ভূমিকায় কনা
ছবি : গোলাম সাব্বির
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

স্যাটেলাইট চ্যানেলে আরটিভি আয়োজিত আবারো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ক্যাম্পাস স্টার’। নাচ, গান এবং অভিনয়ে মেধাবীদের খুঁজে বের করাই হচ্ছে এই প্রতিযোগিতার মূল কাজ। গতবারের মতো এবারও বিচারক হিসেবে থাকছেন নন্দিত কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিষয়টি নিশ্চিত করেছেন কনা নিজেই।


কনা বলেন, ‘গতবছরও এই ক্যাম্পাস স্টার প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেছিলাম। এবারও করতে যাচ্ছি। আশা করছি গতবারের চেয়ে এবার আরো অনেক বেশি উপভোগ্য হবে এবং আমরা আরো মেধাবী ক্যাম্পাস স্টার খুঁজে পাবো।’


এদিকে ঈদের পরদিন কনার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কনার গাওয়া কাভার সং ‘সখি পিয়া এটি একটি আসামী গান। এর আগে গানটি অনেকবার শুনেছেন বিধায় গানটির প্রতি তার ভীষণ ভালোলাগা জন্ম নেয়া থেকেই তিনি নিজেই গানটি গেয়েছেন। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আবিদ হোসেন। গানটিতে বাঁশি বাজিয়েছেন পাভেল এবং ডিওপি’তে ছিলেন রাশেদ মজুমদার। এরইমধ্যে গানটি শ্রোতারা বেশ পছন্দ করে নিয়েছেন।



গানটিতে শুধু বাংলাদেশের গানপ্রেমী, কনাপ্রেমী শ্রোতারাই গানটি প্রসঙ্গে বিশেষ বিশেষ কথা লিখছেন এমনটি নয় ভারত থেকেও অনেকেই গানটিতে কনার গায়কীর প্রশংসা করে নিজেদের অভিমত প্রকাশ করছেন। আর তাতে আবেগাপ্লুত কনা।
কনা বলেন, ‘অনেক ধরনের গানইতো আসলে করেছি। কিন্তু আসামী গান কখনোই করা হয়নি আমার। এই গানটি প্রচলিত জনপ্রিয় একটি গান। গানটি আমার নিজেরই খুব ভালোলাগে। তাই নিজেই গানটি কাভার সং হিসেবে গেয়েছি। শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য যে সাড়া পাচ্ছি তাতে মুগ্ধ আমি।’


এরইমধ্যে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কনা ইমরানের কথা দিলাম’ গানটি। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন। মাবরুর রশীদ বান্নাহ নির্দেশিত তাহসান ও তিশা অভিনীত ‘আঙ্গুলে আঙ্গুল’ নাটকে গানটি ব্যবহৃত হয়েছে। এই গানটির জন্যও বেশ সাড়া পাচ্ছেন কনা। কারণ শ্রোতা দর্শকের কাছে কনা ইমরান জুটির এক আলাদা গ্রহণযোগ্যতা আছে। তবে নাটকের জন্য তারা দু’জন এবারই প্রথম গান গাইলেন। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহীন হলে একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন কনা।


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com