শিরোনাম
জামাল হোসেনের কথায় মুহিনের সঙ্গীত পরিচালনায় গাইলেন তারা
প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৫:৫৭
জামাল হোসেনের কথায় মুহিনের সঙ্গীত পরিচালনায় গাইলেন তারা
ছবি : গোলাম সাব্বির
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে যাচ্ছে রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলের। চ্যানেলটির যাত্রা শুরুর আগেই ভালো ভালো গান যেমন করা হচ্ছে ঠিক তেমনি সেভাবেই গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক মুহিন খানের সুর সঙ্গীতে তিনটি ভিন্ন গানে কন্ঠ দিয়েছেন রাজীব, ঝিলিক ও স্বরলিপি। তিনটি গানেরই কথা লিখেছেন জামাল হোসেন। রাজীব গেয়েছেন ‘মন চুরি’, ঝিলিক গেয়েছেন ‘অবহেলা’ এবং স্বরলিপি গেয়েছেন ‘ভাবনার বাতায়নে’ গান। তিনটি গানের কথা যেমন সুন্দর মুহিন খানের সুর সঙ্গীতে গীতিকবিতাও যেন আরো বেশি সুন্দর হয়ে উঠেছে শিল্পীদের কন্ঠে। এরইমধ্যে তিনটি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে মুহিন খানের সার্বিক তত্ত্বাবধানে।


মুহিন খান বলেন, ‘পাঁচ বছর আগে গান গাওয়ার পাশাপাশি আমি একজন সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করা শুরু করি। এই সময়ে এসে শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে যেভাবে কাজ করিয়ে নিচ্ছেন তাতে আমি সত্যিই তার প্রতি ঋণী হয়ে গেলাম। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার। আমার আহ্বানে শিল্পীরাও বেশ আগ্রহ নিয়ে গানগুলো গাইছেন যথেষ্ট আন্তরিকতা নিয়ে। আমি চেষ্টা করছি নিজের মেধাকে কাজে লাগিয়ে গীতিকবিতা বুঝে বুঝে ভালো ভালো সুর শ্রোতা দর্শককে উপহার দিতে। এরইমধ্যে কিছু গান নিয়ে শ্রোতা দর্শকের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। গানগুলো প্রকাশের পর আমি আশা করছি গানগুলো সবার ভালোলাগবে এবং ভীষণ সাড়া পাবো। আমি আমার কাজের প্রতি আন্তরিকতা, আত্মবিশ্বাস থেকেই এটি বলছি।’


মন চুরি’ গানটি প্রসঙ্গে রাজীব বলেন, ‘এর আগে মুহিনের সুর সঙ্গীতে একটি গান গেয়েছিলাম। এটি তার সুর সঙ্গীতে আমার দ্বিতীয় গান। খুউব ভালো জামাল ভাইয়ের কথায় খুব চমৎকার একটি গান হয়েছে। আশা করছি শ্রোতা দর্শক গানটিতে মুগ্ধ হবেন।’


অবহেলা’ গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘খুব সুন্দর একটি গান, মেলোডিয়ান একটি গান। জামাল ভাই অবহেলা এমনভাবে প্রকাশ করেছেন যা গানে গানে শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। মুহিন ভাই এক কথায় অসাধারণ সুর করেছেন।’


স্বরলিপি বলেন, ‘এর আগে মুহিন ভাইয়ের সুর সঙ্গীতে আমার গান করার সুযোগ হয়নি। তিনি অনেক যত্ন নিয়ে কাজ করেন। ভাবনার বাতায়নে গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’


মুহিন খান জানান শিগগিরই গান তিনটি রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে একে একে প্রকাশ পাবে।


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com