শিরোনাম
ঈদের ‘বার্ডস আই’তে তারা তিন জন
প্রকাশ : ৩১ মে ২০১৯, ১৩:৪৪
ঈদের ‘বার্ডস আই’তে তারা তিন জন
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

নজরুল ইসলাম রাজু, একাধারে একজন নন্দিত বিজ্ঞাপন নির্মাতা, তথ্যচিত্র নির্মাতা এবং নাট্যনির্মাতা। আসছে ঈদের জন্য তিনি একটিমাত্রই টেলিফিল্ম এবার নির্মাণ করেছেন। তার নিজের গল্প ভাবনায় ‘বার্ডস আই’ নামক টেলিফিল্মটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে।


টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে নজরুল ইসলাম রাজু বলেন, ‘ছোটবেলা থেকেই একটি মেয়ের আকাশে ঘুড়ি উড়ানোর খুব শখ। এমন কী আকাশে যা কিছুই উড়ে যায় তাই তার দেখতে ভালোলাগে। তাই, পরিণত বয়সে মেয়েটি শুটিং ইউনিটেই ড্রৌন চালানোর চাকরী নেয়। কারণ ছোটবেলার স্বপ্নটা সে ড্রৌন উড়ানোর মধ্যদিয়ে পূরণ করতে পারে। ঘটনাক্রমে সেই মেয়েটি একদিন তারই ঘনিষ্ঠ বান্ধবীর স্বামী দ্বারা ধর্ষণ হয়। কিন্তু সেই কথাটি সে কাউকে মুখ খুলে বলতে পারেনা। এগিয়ে যায় ‘বার্ডস আই’ টেলিফিল্মের গল্প।



টেলিফিল্মের গল্পের প্রধান মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম। তার বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। মম’র বিপরীতে এই টেলিফিল্মে অভিনয় করেছেন মনোজ কুমার। টেলিফিল্মটিতে চ্যালেঞ্জিং চরিত্র মিথিলাকে রূপান্তর করেছেন মম। নির্মাতা নজরুল ইসলাম রাজু শতাব্দী, মম, মৌসুমী ও মনোজের অভিনয়ে ভীষণ খুশি।


নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমি যে মিথিলাকে কল্পনা করেছিলাম, মম সেই মিথিলাকেই নিজের মতো করে সর্বোচ্চ মেধা দিয়ে পরিণত করেছে। তার অভিনয়ে আমি ভীষণ খুশি। তার চরিত্রের মধ্যদিয়ে আমাদের সমাজের অন্য এক ধরনের সমস্যা দর্শকের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি বলতে কী আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আমাদের সমাজে মেয়েদের জন্য সুন্দর কর্মস্থল হতে পারে। কিন্তু কিছু মানুষের জন্য তা হয়ে উঠতে পারেনা। সেইসব মানুষকে চিহ্নিত করণের মধ্যদিয়ে সমাজকে কলঙ্কমুক্ত করতে হবে।’


টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন,‘ রাজু ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি খুব যত্ন করে সময় নিয়ে নাটক টেলিফিল্ম নির্মাণ করেন। এই টেলিফিল্মে কাজ করে সত্যিই আমি ভীষণ তৃপ্ত। একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করলাম।’


মৌসুমী হামিদ বলেন, ‘সমসাময়িক অনেক গল্পের চেয়ে বার্ডস আই টেলিফিল্মটির গল্প আমার কাছে একটু নয় অনেকটাই ভিন্নরকম মনে হয়েছে। টেলিফিল্মটির গল্পে সমাজের না বলা কিছু গল্প উঠে এসেছে। আমার কাছে দর্শকের অনেক ভালোলাগার মতো একটি টেলিফিল্ম হবে এটি।’


মনোজ কুমার বলেন, ‘এই টেলিফিল্মে আমি পেখম নামক একটি অদ্ভূত চরিত্রে অভিনয় করেছি যা দর্শক আগে কখনো দেখেননি। ঈদে অনেক রকম কাজের মধ্যে বার্ডস আই হবে একেবারেই অন্যরকম একটি কাজ।’


নজরুল ইসলাম রাজু জানান আসছে ঈদের পঞ্চম দিন দুপুর ২.৩০ মিনিটে এনটিভিতে টেলিফিল্মটি প্রচার হবে।


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com