শিরোনাম
ঈদে নিজের চ্যানেলে আসছে মৌসুমীর মন...
প্রকাশ : ৩১ মে ২০১৯, ১৩:৩১
ঈদে নিজের চ্যানেলে আসছে মৌসুমীর মন...
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

পাওয়ার ভয়েজ’খ্যাত সঙ্গীত শিল্পী আয়েশা মৌসুমী’র এখন পর্যন্ত যতোগুলো মৌলিক গান প্রকাশিত হয়েছে সবগুলো গানই তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Ayesha Mousumi’ তেই প্রকাশ করেছেন। এখন পর্যন্ত তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ত্রিশ হাজারেরও বেশি’জন। কিন্তু তাতেই তৃপ্ত আয়েশা মৌসুমী। কারণ এটা যে তার নিজের দ্বারাই পরিচালিত চ্যানেল।


মৌসুমীর বিশ্বাস একদিন তার এই চ্যানেলটিই বিরাট বড় একটি প্লাটফরমে পরিণত হবে। শিল্পীর আত্মবিশ্বাসই শিল্পীকে অনেক দূরে নিয়ে যায়। হয়তো মৌসুমীর এই আত্মবিশ্বাসই একদিন মৌসুমীকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে। এবারের ঈদ উপলক্ষ্যে মৌসুমী নতুন গান নিয়ে হাজির হচ্ছে।


আগামী ৩ জুন রাত আটটায় মৌসুমী তার নিজের চ্যানেলে নতুন গান ‘মন’র মিউজি ভিডিও প্রকাশ করবেন বলে জানালেন। ‘মন’ গানের কথা হচ্ছে এমন-মন নিয়ে করিসনা খেলা, পাবিনা মন হারালে, মন নিয়ে কী হেলাফেলা চলে...। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীতায়োজন করেছেন অটমুনাল মুন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহি।



নিজের নতুন গান প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘গানটিতে মানুষের মন নিয়ে একটি বার্তা আছে। যে কারণে সেই বার্তাটি প্রসঙ্গে জানার জন্য দর্শক শ্রোতাদের এ গানটি শোনা উচিত। গানের কথা যেমন মুন ভাই অনেক আন্তরিকতা নিয়ে লিখেছেন ঠিক তেমনি গানের সুর সঙ্গীতায়োজনও করেছেন শ্রুতিমধুর। গানটি একবার কেউ শুনলেই ভালোলাগা ছুঁয়ে যাবে। নতুন গানটি শোনার জন্য সবার প্রতি আন্তরিক অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যও বিশেষ অনুরোধ রইলো।’


২০১২ সালে পাওয়ার ভয়েজ’র শীর্ষ বিশের মধ্যে ছিলেন তিনি। তবে ২০১৪ সালে এ মিজানের লেখা এবং অভিজিৎ চক্রবর্তী জিতুর সুর সঙ্গীতে ‘সাদা কালো’ গান দিয়ে তার যাত্রা শুরু হয়। এটিই ছিলো তার প্রথম মৌলিক গান। এটি তারই চ্যানেলে প্রকাশিত হয়। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৌমিত্র ঘোষ ইমন।


এরপর তার ‘অভিমান’, ‘প্রেমে কারো পৌষ মাস’, ‘তাইরে নাইরে’ গানগুলো প্রকাশিত হয়। মৌসুমী নিজেকে গানে পরিপূর্ণ করে তোলার চেষ্টা করেছেন ওস্তাদ সুবীল চক্রবর্তী, ঋতুপর্ণা চক্রবর্তী ও সায়মা সুলতানা লিজার কাছে গানে তালিম নিয়ে। সিনেমাতেও গান গেয়ে প্রশংসিত হয়েছেন মৌসুমী।


‘ক্যাপ্টেন খান’, ‘ বয়ফ্রেন্ড’, ‘মন নিয়ে লুকোচুরি’ সিনেমায় গান গেয়েছেন তিনি। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্সে অনার্সে অধ্যয়নরত মৌসুমীর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। তার বাবা মোহাম্মদ হোসেন ও মা নাসিমা বেগম।


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com