শিরোনাম
‘সিনেমা দর্শকের ভাল না লাগলে ভেঙে পড়ি না’
প্রকাশ : ২৯ মে ২০১৯, ১২:৩১
‘সিনেমা দর্শকের ভাল না লাগলে ভেঙে পড়ি না’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘কলঙ্ক’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পরে অনস্ক্রিন ফিরছেন সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত। রয়েছে আলিয়া, সোনাক্ষী, বরুণ ধবন, আদিত্য রয় কাপুরের ম্যাজিক মুক্তি পাওয়ার আগে ঠিক এ ভাবেই অভিষেক ভার্মার ১৫০ কোটি টাকা বাজেটের ছবি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল সিনে মহলে। গত ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পায়। মুক্তির প্রথম দিন বেশ ভালো সাড়া ফেললেও দ্বিতীয় দিনে এসেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। কিন্তু মুক্তির পর একেবারে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।


সমালোকদের পাশাপাশি ‘কলঙ্ক’ দেখে নিরাশ হয়েছেন দর্শকরাও। বেশির ভাগ দর্শক মুখ ফিরিয়ে নেন এই ছবি থেকে। কিন্তু কেন এই পিরিয়ড ড্রামা সফল হল না? এ বার সেই আত্মসমালোচনা শুরু করলেন মাধুরী দীক্ষিত।



সম্প্রতি মাধুরী বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি আমি। কখনও ভাল, কখনও খারাপ সময় যাবে। ভালো খারাপ দুটোই আমাদের কাজের অঙ্গ। ফলে কোনো ছবি দর্শকের ভাল না লাগলে আমি ভেঙে পড়ি না। এই ছবিটার ক্ষেত্রেও কেউ তো অর্ধেক কাজ করেনি। শুটিংয়ে নিজের একশো শতাংশ দিয়েছে সকলেই। কিন্তু তার পরেও অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।



করনজোহর এ ছবির প্রযোজক ছিলেন। বিগ বাজেটের এই ছবি নিয়ে তিনিও খুব আশাবাদী ছিলেন। দর্শক মুখ ফিরিয়ে নেয়ায় দৃশ্যতই হতাশ করন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com