শিরোনাম
কানের দর্শকের প্রতি পরিচালক টারান্টিনোর অনুরোধ
প্রকাশ : ২১ মে ২০১৯, ১৩:৩৯
কানের দর্শকের প্রতি পরিচালক টারান্টিনোর অনুরোধ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কান চলচ্চিত্র উৎসবে মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার কোয়েন্টিন জেরোম টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটির প্রিমিয়ার হবে আজ ২১ মে। ৭২তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপাম এর জন্য লড়বে ছবিটি। ছবির প্রিমিয়ার শোটিকে স্পয়লার মুক্ত রাখতে চান টারান্টিনো।


‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিটি নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী নিয়ে তৈরি টারান্টিনোর এই ক্রাইম থ্রিলার ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার কথা জুলাই মাসে। কান উৎসবে সিনেমাটি দেখানো হবে বলে ছবির কাহিনী জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই। আর তাই টুইটারে মিডিয়া এবং দর্শকদেরকে ছবির সম্পর্কে খুব বেশি কিছু না জানানোর অনুরোধ করেছেন টারান্টিনো।


টুইটারে তিনি লিখেছেন, ‘আমি সিনেমা ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। ছবির গল্প প্রথমবারের মতো সবাই জানবে। ছবির শিল্পী ও কলাকুশলীরা অনেক কষ্ট করেছেন মৌলিক কিছু তৈরি করার জন্য। আমি সবাইকে অনুরোধ করবো ছবির ব্যাপারে এমন কোনো বিষয় না জানাতে, যা পরবর্তী দর্শকদের আগ্রহ কমিয়ে দিবে।’


‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ বিশ্বব্যাপী মুক্তি পাবে এবছরের ২৬ জুলাই। তার আগ পর্যন্ত ছবির সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে চান না নির্মাতা। সূত্র: ভ্যারাইটি


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com