শিরোনাম
৪০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করেছেন রানী মুখার্জি
প্রকাশ : ১৬ মে ২০১৯, ১০:৪১
৪০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করেছেন রানী মুখার্জি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। অনেক ব্যবসাসফল বলি সিনেমা জমা রয়েছে তার ঝুলিতে। বর্তমানে মারদানি-টু সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। রাজস্থানের কোটাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রায় সিনেমাটির শুটিং করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।


এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘বর্তমানে কোটাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস, কয়েকদিনের মধ্যে তা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যাবে। দিনের মধ্যভাগে রাজস্থানের এই প্রখর রোদে শুটিং করা খুবই কঠিন। কুখ্যাত সন্ত্রাসীদের খুঁজতে রানীর তদন্তের দৃশ্য ও একটি চেজ সিক্যুয়েন্সের শুটিং করেছি। আর তা করেছি কোটাতে সবচেয়ে গরম একটি দিনে।’


সূত্রটি আরো বলেন, ‘এটি একটি দীর্ঘ চেজ সিক্যুয়েন্স। প্রচন্ড গরমের মধ্যে আমরা একবারেই দৃশ্যটি ধারণের পরিকল্পনা করি। এখন পর্যন্ত বেশিরভাগ দৃশ্যই রানী একবারে সম্পন্ন করেছেন। এটির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কিন্তু যেহেতু এটি একটি চেজ সিক্যুয়েন্স তিনি চাইছিলেন আরো কয়েকবার দৃশ্যটির শুটিং করতে কারণ এতে করে ভিন্ন অ্যাঙ্গেলে দৃশ্যটি ধারণ সম্ভব হবে। প্রচণ্ড গরম ছিল এবং আমরা লক্ষ্য করছিলাম তিনি ডিহাইড্রেড হয়ে পড়ছিলেন কিন্তু প্রত্যেকবারই তিনি অসাধারণভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন। তার কমিটমেন্ট দেখে পুরো টিম অনুপ্রাণিত হয়েছে। শুটিং টিমের সদস্যরা এরকম গরমে অভ্যস্ত নয়, কিন্তু রানীর কমিটমেন্ট তাদের কাজে উৎসাহ জুগিয়েছে।’


২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত মারদানি সিনেমার সিক্যুয়েল এটি। যশ রাজ ফিল্মস প্রযোজিত মারদানি-টু সিনেমাটি পরিচালনা করছেন গোপি পুথরন। প্রথম সিনেমার মতো এটিতেও রানীকে পুলিশ সুপারিনটেনডেন্ট শিবানি শিবাজী রাও চরিত্রে দেখা যাবে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com