শিরোনাম
‘আমার কাছে নাচ উচ্চমানের শিল্প’
প্রকাশ : ০৯ মে ২০১৯, ১০:৩৫
‘আমার কাছে নাচ উচ্চমানের শিল্প’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রূপে গুণে আর তার অভিনয়শৈলী অতি উচ্চমাত্রায় প্রশংসিত। চলচ্চিত্র জগতে তার ভূমিকা ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। ক্যাটরিনা প্রমাণ করেছেন যে তিনি পরিচালক এবং চিত্রনাট্যকারের খাতিরে যে-কোন চলচ্চিত্রেই অভিনয় করতে সক্ষম।


সম্প্রতি আরবাজ খানের একটি চ্যাট শো-তে ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আইটেম সং নিয়ে তার কী বক্তব্য।



অকপট ক্যাটরিনা বললেন, আমার কাছে নাচ উচ্চমানের শিল্প। এবং শীলা কি জওয়ানি, চিকনি চমেলি, জারা জারা টাচ মি, কালা চশমা-র মতো গানগুলোকে আমি কখনওই ‘item song’ বলে মনে করি না।



তিনি যোগ করেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে যে যা ইচ্ছে বলে যাচ্ছেন। ভুল বললেও কেউ পালটা প্রশ্ন করছেন না। তবে আমার মনে হয় নারী হিসেবে কখনও কোনো অভিনেত্রীর যদি মনে হয় নাচের মাধ্যমে তাকে পণ্য হিসেবে পেশ করা হচ্ছে তাহলে সেই কাজ না করাই শ্রেয়।‘ সূত্র: এইসময়


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com