শিরোনাম
শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত সুবীর নন্দী
প্রকাশ : ০৮ মে ২০১৯, ১৩:৪০
শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত সুবীর নন্দী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভক্ত, শ্রোতা, সহকর্মীসহ সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে বরণ্যে সংগীতশিল্পী সুবীর নন্দীর কফিনে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।


বুধবার ১০টা ৪০ মিনিটে শহীদ মিনারে আনা হয় সুবীর নন্দীর মরদেহ। দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত চলে এ শ্রদ্ধা নিবেদন পর্ব।


এ সময় তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ আরো অনেকে।


বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী শ ম রেজাউল করিম, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউছার, অসিম কুমার উকিল, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।


শ্রদ্ধা জানানো শেষে মাহবুব-উল-আলম হানিফ বলেন, সুবীর নন্দী উচ্চ শিক্ষিত ও মার্জিত ছিলেন। তার সৃষ্টি আমাদের জীবনে দাগ কেটে থাকবে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, সুবীর নন্দী বাংলা সংগীত জগতের অন্যতম শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এরকম সৃজনশীল মানুষ কম দেখা যায়। ব্যাক্তিগত জীবনে অমায়িক ছিলেন তিনি।


এছাড়া তারকা শিল্পী, বিভিন্ন সংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বরেণ্য এ শিল্পীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা জানান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতশিল্পী রফিকুল আলম, ফকির আলমগীর, শুভ্রদেব, এসডি রুবেল, সাব্বির, মুহিন, এসডি রুবেল, মেহেরাব, কিশোর, পুলক, চিত্রনায়িকা নূতন, নজরুলসংগীতশিল্পী খায়রুল আলম শাকিল, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ সর্বস্তরের মানুষ। শেষবারের মতো এক নজর দেখতে আসেন অনেকে।


শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসিতে)। সেখানে চলচ্চিত্রের মানুষেরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর রামকৃষ্ণ মিশন ও পরে সবুজবাগ শ্মশানে শেষকৃত্য হবে।


সুবীর নন্দী মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com