শিরোনাম
সুবীর নন্দীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে
প্রকাশ : ০৮ মে ২০১৯, ১১:৩০
সুবীর নন্দীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সদ্য প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।


বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে সুবীর নন্দীর মরদেহ সেখানে নেয়া হয়। এর আগে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ নেয়া হয় ২৫সি গ্রিনরোডের গ্রিনভিউ অ্যাপার্টমেন্টে।


সেখান থেকে নেয়া হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানো শেষে নেয়া হবে এফডিসিতে। সেখান থেকে নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। পরে দাহ করার জন্য নেয়া হবে সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে।


এদিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সুবীর নন্দীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বুধবার সোয়া ৯টার দিকে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের পক্ষে কমিশনের অ্যাটাশে প্রেস অ্যান্ড ইনফরমেশন দেবব্রত পাল এ শ্রদ্ধা নিবেদন করেন।


ভারতীয় হাইকমিশন ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


উল্লেখ্য সুবীর নন্দী মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।


বিবার্তা/রাসেল/জাকিয়া


>>সুবীর নন্দীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com