শিরোনাম
এফটিপিওর আরো ৭ দাবি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:০২
এফটিপিওর আরো ৭ দাবি
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশীয় চ্যানেলে বিদেশী সিরিয়াল প্রচার বন্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনরত টিভি মিডিয়ার সংশ্লিষ্ট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অরগানাইজেশন (এফটিপিও) টিভি চ্যানেল ও সরকারের প্রতি নতুন করে আরো সাত দফা দাবি ঘোষণা করেছে।


রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি উত্থাপন করেন সংগঠনটির আহবায়ক মামুনুর রশীদ।


নতুন এ সাত দাবির মধ্যে রয়েছে- বিজ্ঞাপন প্রচারে গ্রহনযোগ্য সময়সীমা নির্ধারণ করা, নাটকের বাজেট যৌক্তিক হারে বৃদ্ধি করা, কপি রাইট প্রথা বহাল রাখা, যোগ্য ব্যক্তিদের নিয়ে প্রিভিউ কমিটি গঠন করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ভুল-যথাযথ টিআরপি ব্যবস্থা চালু করা, ভারতে বাংলাদেশী চ্যানেল প্রচারের ব্যবস্থা ও তাদের ডাউনলিংক ফি এর সাথে বাংলাদেশের চ্যানেল ডাউনলিংকের যে অসম ফি আছে তা অপসারণ করা এবং এফটিপিওকে সরকারিভাবে স্বীকৃতি দেয়া।


সেইসাথে কোনো নাটক বা অনুষ্ঠান নির্মাণে অবশ্যই শিল্পী-কলাকুশলীদের এফটিপিওর সংশ্লিষ্ট সংগঠনের তালিকাভুক্ত সদস্য হতে হবে।


সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ৩০শে নভেম্বর শহীদ মিনারে সমাবেশের পর তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকে প্রধান করে এফটিপিওর সদস্যদের নিয়ে একটি কমিটি করার ঘোষণা দিয়েছেন। এদিকে ওই সমাবেশের পর এরই মধ্যে কিছু চ্যানেল তাদের প্রচার চলতি ডাবিংকৃত বিদেশী সিরিয়াল বন্ধ করে দিয়েছে।


মামুনুর রশীদ বলেন, আমরা তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। খুশির খবর হলো সরকার ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে দেশীয় বিজ্ঞাপন বিদেশী চ্যানেলে প্রচার বন্ধ করে আমাদের ৫ম দাবিটি মেনে নিয়েছেন।


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, সাধারণ সম্পাদক এসএ হক অলীক, নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা, টিভি প্রডিউসার এসোশিয়েশনসের সাধারণ সম্পাদক মনোয়ার পাঠানসহ আরো অনেকে।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com