শিরোনাম
সিঙ্গাপুরে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুটি পুরস্কার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৩
সিঙ্গাপুরে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুটি পুরস্কার
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশের আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিজের প্রথম ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’র জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। অন্যদিকে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডস বিভাগে ‘লাইভ ফ্রম ঢাকা’য় অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন মোস্তফা মনওয়ার।


শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস কমপ্লেক্সের অংশে অবস্থিত মাস্টারকার্ড থিয়েটারে লালগালিচাময় অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।


সেরা এশীয় ছবি হয়েছে দীপক রাউনিয়ার পরিচালিত নেপালের ‘হোয়াইট সান’। কাহিনিচিত্র বিভাগে প্রধান বিচারক ছিলেন জাপানের নারী নির্মাতা নাওমি কাওয়াসে। উৎসবটি শুরু হয় ২৪ নভেম্বর। ‘লাইফ ফ্রম ঢাকা’ প্রযোজনা করেছে খেলনা ছবি।


এ বিষয়ে পরিচালক সাদের ভাষ্য, গত কয়েক বছরে আমাদের দেশে দারুণ কিছু ছবি তৈরি হয়েছে। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’, কামার আহমেদ সাইমনের ‘শুনতে কি পাও!’, বিজনের ‘মাটির প্রজার দেশে’, আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’র কথা বুক ফুলিয়ে বলতে পারি। এসব ছবি তরুণদেরকে চলচ্চিত্র নির্মাণে অনুপ্রেরণা জোগাবে।


বিবার্তা/অভি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com