শিরোনাম
অসুস্থ শিশুদের পাশে সুপারহিরোরা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৯, ১৮:৩৭
অসুস্থ শিশুদের পাশে সুপারহিরোরা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মারভেল স্টুডিওর ছবি 'অ্যাভঞ্জার্স'। সিরিজটির 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'। ২৬ এপ্রিল মুক্তি পাবে মার্ভেল সিরিজের শেষ সিনেমা 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'। ছবিটি অস্ট্রেলিয়া এবং চায়নায় মুক্তি পাবে ২৪ এপ্রিল। যুক্তরাষ্ট্রে ২৫ এপ্রিল। আর সে জন্য চলছে জোর প্রচারণার কাজ। তারই অংশ হিসেবে অ্যাভেঞ্জার্স টিম ক্যালিফোর্নিয়ার সিডনিতে অবস্থিত শিশু হাসপাতালগুলোতে অসুস্থ শিশুদের দেখতে যায়। শুধু তাই নয় শিশুদের উন্নত চিকিৎসার জন্য ৪২ কোটি টাকা এবং খেলনাসামগ্রী উপহার দেয়।


শুক্রবার ক্যালিফোর্নিয়ার ডিজনি রিসোর্টে এই ঘোষণা দিয়েছেন তারা। এই সময়ে সেখানে উপস্থিত ছিলেন রবার্ট ডাওনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার, পল রুড এবং ব্রি লারসন।



‘আয়রনম্যান’ চরিত্রের অভিনেতা রবার্ট ডাওনি জুনিয়র বলেন, ‘সাহসী যেই শিশুরা আমাদের অনুপ্রেরণা যোগায়, তাদের জন্য কিছু করার সময় এসেছে’।


অনুদানের ঘোষণা দেয়ার পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ তারকারা স্থানীয় শিশুদের ক্লাব এবং লেগো স্টোর গিয়ে শিশুদের সঙ্গে কিছুক্ষণ খেলেন এবং ছবি তোলেন। এই সময়ে সুপারহিরোদের অনুকরণে তৈরি বেশ কিছু খেলনাও উন্মোচন করা হয়।


গতবছর এপ্রিলে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ দর্শকের মনে অনেক রহস্য আর প্রশ্ন তৈরি করে দেয়। সিনেমার শেষ দিকে এক এক করে সুপারহিরোদের হাওয়ায় মিলিয়ে যাওয়া কিংবা থানোসের উদাস হয়ে যাওয়ার রহস্যের কিনারা করতে পারেনি কেউ। সেই সব রহস্যের সমাধান নিয়ে আসছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com