শিরোনাম
‘নির্বাচনে লড়ব না, প্রচারেও অংশ নেব না’
প্রকাশ : ২৪ মার্চ ২০১৯, ১২:৫৪
‘নির্বাচনে লড়ব না, প্রচারেও অংশ নেব না’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্বাচন তো লড়বেনই না, এমনকি কোনও রাজনৈতিক দলের প্রচারে অংশ নেবেন না বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফ থেকে ইনদওরে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছিল সালমানকে। সালমানের জন্ম হয়েছিলো ইনদওরে। সেই আবেগকে উস্কে দিয়েই সালমানকে সামনে রেখে বিজেপি প্রার্থী সুমিত্রা মহাজনকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলার ছক কষেছিল কংগ্রেস।


তবে সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রচারে অংশ নেবেন না। এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের প্রচারে অংশ নিয়েছেন সালমান। তবে এ বার আর সেই পথে হাঁটবেন না তিনি।


গত লোকসভা নির্বাচনের আগেও বিজেপির তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি ঘুড়ি উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। সে বার নরেন্দ্র মোদীকে ভাল মানুষ বললেও, ভোটের প্রসঙ্গে সালমান জানিয়েছিলেন, ভগবানই ঠিক করবেন দেশ সামলানোর জন্য কে যোগ্য ব্যক্তি। সে বারও সরাসরি কোনও রাজনৈতিক দলকে সমর্থনের বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন সালমান।


তরুণ প্রজন্মকে ভোটদানে অনুপ্রেরণা জোগানোর জন্য সপ্তাহখানের আগে সালমান খান ও আমির খানকে টুইটারে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই প্রত্যুত্তরে সালমান অবশ্য সকলকে ভোটদানে উৎসাহিত করে টুইট করেন। সূত্র: আনন্দবাজার


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com