শিরোনাম
অতীতকে যে মনে রাখে সে উন্নতি করতে পারে: নিপুণ
প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ১২:১২
অতীতকে যে মনে রাখে সে উন্নতি করতে পারে: নিপুণ
মডেল: আমির পারভেজ ও চিত্রনায়িকা নিপুণ
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়িকা।ঢালিউডের নায়িকা হিসেবেই তিনি অধিক পরিচিত। ২০০৬ সালে তিনি চলচ্চিত্র জগতেপা রাখেন। উচ্চমাধ্যমিকের পর তিনি ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। মস্কোতে নিপুন২০০৪ পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করেছিলেন তিনি।


সম্প্রতি নামি এই অভিনেত্রী মুখোমুখি হয়েছিলেন সাংবাদিক, মডেল, অভিনেতা ওউপস্থাপক আমির পারভেজের। চলচ্চিত্র জগতের বাইরেও আর দশজন মানুষেরমতোই তারকাদেরও রয়েছে সামাজিক জীবন। রয়েছে ভাললাগা, ভালবাসা আরপ্রেমের অনুভূতি। এমন কিছু কথা আমির পারভেজের মাধ্যমে দর্শকদের জানালেনতিনি।


আমির পারভেজ: মস্কোতে জীবনের সে সময়ের জার্নিটা কেমন ছিলো?


নিপুণ: ১৯৯৯ সালে আমি রাশিয়া চলে যাই, তারপর মস্কোতে সেখানে পড়াশোনা এবং ২০০৪ সালে যুক্তরাজ্যে চলে যাই। ২০০৬ সালে বাংলাদেশে একটি ভেকেশনে এসেছিলাম। আমার সিনেমার কোনো প্ল্যান ছিলো না। আমার বেসিক ছিলো নাচ, কিভাবে সিনেমা করবো!। কিন্তু আমি কথা রাখতেই শুধু গিয়ে সিলেক্ট হয়ে গেলাম।


এতো সুন্দর একজন যদি কাস্ট ডিরেক্টরের কাছে যায় তাহলে তিনি তো কাস্ট করবেনই... তাই না?


নিপুণ: সিনেমা নট অনলি সুন্দর, এ্যাকটিং অনেক বিশাল এক ব্যাপার। তেমন কোনোকোয়ালিটি আমার ছিলো না। তবে সবমিলিয়ে আমি টেকনেশিয়ান টিম অনেক ভালো পেয়েছি। একজন আর্টিস্ট কখনোই টেকনেশিয়ান ছাড়া কোনো পর্যায়ে যেতে পারে না।


বছরের ফাল্গুন ও ভালোবাসা দিবসে কি করেন?


নিপুণ: এই দিনগলোতে নিজের কিছু আলাদা কাজ হাতে ছিলো। বিভিন্ন প্রোগ্রামের আয়োজন ছিলো সেগুলো করেছি। প্রোগ্রামে এটেন্ড করতে হলে সাজগোজের একটাব্যাপার থাকে।


রিয়্যাল লাইফে যখন মন খারাপ থাকে তখন কি করেন?


নিপুণ: যখন মন খারাপ থাকে তখন আমার মেয়ে তানিশার সঙ্গে সময় কাটাই। গানশুনি, নাটক দেখি, সিনেমা দেখি..এবং নিজের করা অভিনয়ের নাটক সিনেমা দেখি। তখন মনটা ভালো হয়ে যায়। মনে হয় অনেক ভালো ভালো কাজ করেছি। অতীতকে যে মনে রাখে সে উন্নতি করতে পারে।


এই মুহূর্তে এক কোটি টাকা পেলে কিভাবে কাজে লাগাবেন?


নিপুণ: আমাদের এটা প্ল্যানিং আছে হাসপাতালের, সেখানেই কাজে লাগাবো।


ঢালিউডে কারো কাছ থেকে পরামর্শ নিতে হয় তাহলে কার কাছ থেকে নেবেন?


নিপুণ: অভিনয়ের ক্ষেত্রে আমি যাদের সাথে কাজ করি তাদের কাছ থেকে নেবো।


আপনার প্রিয় স্ট্রিট ফুড কোনটি?


নিপুণ: এটা আসলে নির্ভর করে জায়গার উপর। যেমন আমার বাড়ি কুমিল্লাতে সেখানেমেঘনা নদীর ধারে টং দোকানে ভাত, ভর্তা.. এইগুলোই অনেক মজাদার।


আপনার প্রিয় বন্ধু কে?


নিপুণ: মিডিয়াতে সবাই আমার ভালো বন্ধু। আমার সঙ্গে সবারই ভালো সম্পর্ক।


চা নাকি কফি?


নিপুণ: চা।


সুগার কম নাকি বেশি?


নিপুণ: সুগার কম।



চিত্রনায়িকা নিপুণের বড় বোন পলিন। সেখানেতিনি একজন সফল চিকিৎসকের পাশাপাশি রন্ধনশিল্পী হিসেবেও পরিচিত।


যখন আপনি সময় পান বোনের সঙ্গে কেমন দুষ্টুমি করেন?


নিপুণ: আমার একটাই বোন নাম পলিন। লন্ডনে যখন আমি তার বাসায় বেড়াতে যাই।আমরা যখন একসঙ্গে হই তখন আমরা রুম থেকেই বের হই না।


ভবিষ্যতে বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা?


নিপুণ: এটা খবই আনপ্রেডিক্টেবল ব্যাপার।


ওপার বাংলার একটি সিনেমা করেছেন প্রসেনজিতের সঙ্গে সে সম্পর্কে জানতে চাই...


নিপুণ: বুম্বা দার সঙ্গে আমি কাজ করেছি। খুবই ভালো প্রোডাকশন ছিলো। তবে তাদেররিলায়েন্সের সঙ্গে একটু সমস্যা ছিলো। তবে সিনেমাটি খুব ভালো একটি সিনেমা।


কখনো চুরি করেছেন?


নিপুণ: হ্যাঁ।


সাঁতার পারেন?


নিপুণ: না।


স্ক্রিপ্ট পছন্দ হয়নি তারপরও কাজ করেছেন এমন কোনো সিনেমা কি আছে?


নিপুণ: হ্যাঁ।


প্রেম করেছেন কখনো?


নিপুণ: হ্যাঁ।


মার খেয়েছেন কখনো?


নিপুণ: হ্যাঁ।


একজন সফল নারী হিসেবে বাংলাদেশের নারীদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?


নিপুণ: নারী হিসেবে আমি বলব, আপনার মেয়ে সন্তানকে অশ্যই স্কুলে পাঠাবেন।অবশ্যই পড়াশোনা করাবেন। একজন নারী কিন্তু আগামীর ভবিষ্যত। একজন নারীর যেতিনটি রুপ রয়েছে তার জন্য তাকে মানসিকভাবে শিক্ষিত হতে হবে। শুধু হায়ারএডুকেশন দিয়েই একটা পজিশন হবে তা নয়। নিজের জীবনকে লিড করতে যতটুকুশিক্ষা জরুরি ঠিক সেটাই। আর উন্নতির জন্য অবশ্যই ধৈর্য ধারন করতে হবে।


অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেয়ার জন্য।


নিপুণ: তোমাকেও অনেক ধন্যবাদ আমির।


২০০৬ সালে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। নিপুণের প্রথম অভিনীত ছবির নামরত্নগর্ভা মা, যা আজও মুক্তি পায়নি। তার অভিনীত পিতার আসন প্রথম মুক্তি পাওয়াছবি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: শাহিন কবির টুটুলের এইতো ভালবাসা, রকিবুলআল রাকিবের জান তুমি প্রাণ তুমি, অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় অন্তর্ধান।এছাড়া বর্তমানে শুটিং চলতি আছে অনন্য মামুনের পরিচালনায় কাছে এসে ভালবাসো,মানিক মানবিকের পরিচালনায় শোভনের স্বাধীনতা তন্ময় তানসেনের পরিচালনায় পদ্মপাতার জল, মোহাম্মদ হোসেনের নতুন একটি ছবিসহ রফিক শিকদারেরপরিচালনায়পদ্মা পাড়ের পার্বতী ছবিটি। ২০১৭ সালে নিপুন বাংলাদেশ চলচ্চিত্রসমিতির কার্যনিবার্হীর সদস্য পদ লাভ করেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com