শিরোনাম
৯১তম একাডেমি অ্যাওয়ার্ড সমাচার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৭
৯১তম একাডেমি অ্যাওয়ার্ড সমাচার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। হলিউডের ডলবি থিয়েটারে বসছে পুরস্কার অস্কারের ৯১তম এই আসর। হলিউড ছবির জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ৯১তম অস্কারের এই রাত নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তাই অস্কার-উত্তেজনাকে বাড়িয়ে দিতে থাকছে ধারাবাহিক অস্কার আয়োজন। এবারের অস্কারের মনোনয়ন তালিকা বেশ কৌতূহলের। দ্বিতীয়বারের মতো অস্কার আয়োজিত হচ্ছে সঞ্চালক ছাড়া।


প্রতিবছর জানুয়ারির মাঝামাঝি সময় ঘোষণা করা হয় এই পুরস্কারের জন্য মনোনীত সিনেমা, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ছাড়াও অন্যান্য কলাকুশলীর তালিকা। এর মাসখানেক পরেই ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।


এবারের আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১০টি করে মনোনয়ন পেয়েছে আলফনসো কুয়ারনের 'রোমা' ও ইয়র্গেস লানতিমসের 'দ্য ফেভারিট'। গত ২২ জানুয়ারি এবারের অস্কারের ২৪টি বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। হলিউডের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন অভিনেতা-চিত্রনাট্যকার কুমাইল নানজিয়ানি ও অভিনেত্রী টেসি এলিস রস।


সাদাকালো ছবি 'রোমা'র মাধ্যমে প্রথমবার নেটফ্লিক্সের কোনো প্রযোজনা অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেল। 'ব্ল্যাক প্যানথার'-এর সুবাদে একই ক্লাবে যোগ দিয়েছে মার্ভেল এন্টারটেইনমেন্ট।


সেরা ছবির লড়াইয়ে মনোনীত হয়েছে মার্ভেল কমিকসের ছবি ব্ল্যাক প্যান্থার। সেরা অভিনেত্রীর লড়াইয়ে আছেন জনপ্রিয় গায়িকা লেডি গাগা। ‘সেরা জনপ্রিয় চলচ্চিত্র বিভাগ’ নামে একটি বিভাগ খুলে আবার সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর মতো নানা ঘটনা ঘটেছে এবারের অস্কারে।


৯১তম অস্কার দৌড়ে যারা আছেন


সেরা ছবি:
ব্ল্যাকক্ল্যান্সম্যান, ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র‌্যাপসোডি, দ্য ফেবারিট, গ্রিন বুক, রোমা, আ স্টার ইজ বর্ন, ভাইস।


সেরা পরিচালক:
আলফনসো কুয়ারন, স্পাইক লি, অ্যাডাম ম্যাককে, পাভেল পাভলিকোভস্কি, ইয়োর্গোস লানথিমোস।


সেরা অভিনেত্রী:
ইয়ালিতজা আপারিসিও, গ্লেন ক্লোজ, ওলিভিয়া কোলম্যান, লেডি গাগা, মেলিসা ম্যাকার্থি।


সেরা অভিনেতা:
ক্রিশ্চিয়ান বেল, ব্র্যাডলি কুপার, উইলেম ডেফো, রামি মালেক, ভিগো মর্টেনসেন।


পার্শ্ব-অভিনেত্রী:
অ্যামি অ্যাডামস (ভাইস), মেরিনা ডি তাভিরা (রোমা), রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক), এমা স্টোন (দ্য ফেভারিট), র্যাচেল ভাইস (দ্য ফেভারিট)


পার্শ্ব-অভিনেতা:
মাহেরশালা আলি (গ্রিন বুক), অ্যাডাম ড্রাইভার (ব্ল্যাকক্ল্যান্সম্যান), স্যাম এলিয়ট (অ্যা স্টার ইজ বর্ন), রিচার্ড ই গ্রান্ট (ক্যান ইউ এভার ফরগিভ মি?), স্যাম রকওয়েল (ভাইস)


চিত্রনাট্য (মৌলিক):
দ্য ফেভারিট, ফার্স্ট রিফর্মড, গ্রিন বুক, রোমা, ভাইস


চিত্রনাট্য (অ্যাডাপ্টেড):
দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস, ব্ল্যাকক্ল্যান্সম্যান, ক্যান ইউ এভার ফরগিভ মি?, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, অ্যা স্টার ইজ বর্ন


বিদেশি ভাষার চলচ্চিত্র:
কেপারনম (লেবানন), কোল্ড ওয়ার (পোল্যান্ড), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), রোমা (মেক্সিকো), শপলিফটারস (জাপান)


মৌলিক গান:
অডিশন— অল দ্য স্টারস (ব্ল্যাক প্যান্থার), আই’ল ফাইট (আরজিবি), দ্য প্লেস হোয়্যার লস্ট থিংস গো (মেরি পপিনস রিটার্নস), শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন), হোয়েন অ্যা কাউবয় ট্রেডস হিজ স্পারস ফর উইংস (দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস)


মৌলিক সুর:
ব্ল্যাকক্ল্যান্সম্যান (টেরেন্স ব্ল্যাঙ্কার্ড), ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন), ইফ বিয়েল স্ট্রিট কুড টক (নিকোলাস ব্রাইটেল), আইয়েল অব ডগস (আলেক্সান্ড্রা দেসপ্লাঁ), মেরি পপিনস রিটার্নস (মার্ক শাইম্যান, স্কট উইটম্যান)


অ্যানিমেটেড সিনেমা:
ইনক্রেডিবলস টু, আইয়েল অব ডগস, মিরাই, রালফ ব্রেকস দ্য ইন্টারনেট, স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স


প্রামাণ্যচিত্র:
ফ্রি সলো, হ্যাল কাউন্টি দিস মর্নিং দিস ইভেনিং, মাইন্ডিং দ্য গ্যাপ, অব ফাদারস অ্যান্ড সানস, আরবিজি


চিত্রগ্রহণ:
কোল্ড ওয়ার, দ্য ফেভারিট, নেভার লুক অ্যাওয়ে, রোমা, অ্যা স্টার ইজ বর্ন


পোশাক পরিকল্পনা:
দ্য ব্যালাড অব বাস্টার শ্রাগস (মেরি জফরেস), ব্ল্যাক প্যান্থার (রুথ ই. কার্টার), দ্য ফেভারিট (স্যান্ডি পাওয়েল), ম্যারি পপিনস রিটার্নস (স্যান্ডি পাওয়েল), ম্যারি কুইন অব স্কটস (আলেকজান্ড্রা বার্ন)


রূপ ও চুলসজ্জা:


বর্ডার, ম্যারি কুইন অব স্কটস, ভাইস


শিল্প নির্দেশনা:
ব্ল্যাক প্যান্থার, দ্য ফেভারিট, ফার্স্ট ম্যান, ম্যারি পপিনস রিটার্নস, রোমা


ভিজ্যুয়াল ইফেক্টস:
অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার, ক্রিস্টোফার রবিন, ফার্স্ট ম্যান, রেডি প্লেয়ার ওয়ান, সলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি


সম্পাদনা:
ব্ল্যাকক্ল্যান্সম্যান, বোহেমিয়ান র্যাপসোডি, দ্য ফেভারিট, গ্রিন বুক, ভাইস


শব্দ সম্পাদনা:
ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র্যাপসোডি, ফার্স্ট ম্যান, অ্যা কোয়াইট প্লেস, রোমা


শব্দমিশ্রণ:


ব্ল্যাক প্যান্থার, বোহেমিয়ান র্যাপসোডি, ফার্স্ট ম্যান, রোমা, অ্যা স্টার ইজ বর্ন


স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা:


অ্যানিমেল বিহেবিয়ার, বাও, লেট আফটারনুন, ওয়ান স্মল স্টেপ, উইকেন্ডস


স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
ডিটেইনমেন্ট, ফভ, মার্গেরিট, মাদার, স্কিন


স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র:
ব্ল্যাক শিপ, এন্ড গেম, লাইফবোট, অ্যা নাইট অ্যাট দ্য গার্ডেন, পিরিয়ড. এন্ড অব সেনটেন্স


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com