শিরোনাম
কুদ্দুস বয়াতিকে বিদেশ নেয়ার পরামর্শ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৭
কুদ্দুস বয়াতিকে বিদেশ নেয়ার পরামর্শ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় লোকশিল্পী কুদ্দুস বয়াতি গুরুতর অসুস্থ। বেশ কিছুদিন ধরে তিনি খাদ্যনালী ও ফুসফুসের সমস্যায় ভুগছেন। বর্তমানে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে তার চিকিৎসা চলছে।


কুদ্দুস বয়াতির এক ছাত্র জানায়, প্রায় ১০দিন ধরে ওস্তাদ কিছুই খেতে পারছেন না। ওনার খাদ্যনালী ও ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওই ছাত্র আরো জানান, কুদ্দুস বয়াতির চিকিৎসার জন্য হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে খুব শিগগিরই বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


এদিকে তার ছেলে আলমগীর কুদ্দুস জানান, কুদ্দুস বয়াতির চিকিৎসা খরচ বাবদ ৩০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের এই অর্থ ব্যয় করার সামর্থ্য নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় কামনা করেছেন তারা।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com