শিরোনাম
মিমের বাসায় তারার মেলা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:১৬
মিমের বাসায় তারার মেলা
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বিদ্যা সিনহা সাহা মিম। সেই জাতীয় পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে মিম গ্রহণ করেন ২০১৬ সালের ১১ মে।


জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনে সেই সময় উচ্ছসিত হয়ে রাজধানীর একটি অভিজাত রেঁস্তোরায় আশি জনেরও বেশি সাংবাদিকের উপস্থিতিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির সেলিব্রেসন করেছিলেন মিম। কিন্তু সেই সময় দীর্ঘদিনের পথচলায় সহশিল্পীদের নিয়ে তেমন কোন আয়োজন করতে পারেননি। দেখতে দেখতে দুই বছরেরও বেশি সময় চলে যায়।


রাজধানীর নিকেতন ছেড়ে মিম বসুন্ধরা আবাসিক এলাকার নতুন বাসাতেও উঠেছেন গত বছর। তাই নতুন বছরের শুরুতে প্রিয় প্রিয় সহকর্মী আর কিছু কাছের মানুষদের সঙ্গে নিয়ে এক ঘরোয়া আড্ডায় মেতে উঠেছিলেন মিম। গত ১২ জানুয়ারি সন্ধ্যা থেকে রাত অবধি বসুন্ধরা আবাসিক এলাকার আই বøকে মিমের নিমন্ত্রণে সবার আগে মিমকে শুভেচ্ছা


জানাতে এবং আড্ডায় মেতে উঠতে উপস্থিত হয়েছিলেন লাক্স চ্যানেলআই সুপারস্টার প্রতিযোগিতার তার সিনিয়র আপু আজমেরী হক বাঁধন। এর পরপরই মিমের বাসায় উপস্থিত হন সফল সুখী তারকা দম্পতি ওমরসানী-মৌসুমী।


এরপর একে একে উপস্থিত হন নন্দিত নাট্যাভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা, চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়িকা পূর্ণিমা, জনপ্রিয় অভিনেতা-নির্দেশক জাহিদ হাসান, জাজ’র কর্ণধার আব্দুল আজিজ, কোরিওগ্রাফার তানজিল ও তার স্ত্রী লামিয়া, উপস্থাপিকা ফারহানা নিশো, চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক ইমন, বাপ্পী, কোরিওগ্রাফার সোহাগ, ফ্যাশন ডিজাইনার রামিম। নন্দিত মডেল নোবেল ও জনপ্রিয় অভিনেত্রী তারিন ব্যস্ত থাকায় তারা দু’জন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি। মিমের নতুন বাসায় এসে সব তারকারাই তার সুন্দর সাজানো, পরিপাটি বাসার ভূয়সী প্রশংসা করেন।


চিত্রনায়ক ওমরসানী বলেন, নিজেদের মতো কিছুটা সময় কাটালাম মিমের বাসায়। সবার সঙ্গে গল্প আড্ডায় দারুণ সময় কেটেছে। মিম নিজের মতো করে নিজের বাসাটি সাজিয়েছে। ওতো আমাদেরই ছোট বোন। সবসসময়ই দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখেন।


জাহিদ হাসান বলেন, মিমতো আমারই ছোট বোন। সে ভালো থাকলেই আমরা ভালো থাকবো। কারণ দিন শেষেতো আমরা একটি পরিবার। তাই পরিবারের সব মানুষ যেন ভালো থাকে এটাই আমাদের কামনা।


চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, মিম খুব লক্ষী একটি মেয়ে। তাকে আমি ভীষণ পছন্দ করি। তার এই আয়োজনে অংশ নিতে পেরে আমার ভীষণ ভালোলেগেছে। দোয়া করি সে ভালো থাকুক সবসময়।’ মিমের আয়োজনকে সফল করতে গত ১২ জানুয়ারি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কষ্ট করেছেন মিমের বাবা বীরেন্দ্র নাথ সাহা ও তার মা ছবি সাহা।


বিবার্তা/অভি/কাফী


ছবি : মোহসীন আহমেদ কাওছার

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com