শিরোনাম
একই ধারাবাহিকে তিন বন্ধু
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৮, ১৩:০০
একই ধারাবাহিকে তিন বন্ধু
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান তিন বন্ধু। অভিনেতা হিসেবে তিনজনই জনপ্রিয়। তবে এই তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও নিয়মিত তিনি। শামীম জামান দুই বন্ধু মোশাররফ করিম ও আ খ ম হাসানকে নিয়ে নতুন ধারাবাহিকের কাজ শুরুর পর তা আবার এরইমধ্যে প্রচারও শুরু হয়েছে। নাটকটি বাংলাভিশনে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯.০৫ মিনিটে প্রচার হচ্ছে নিয়মিত।


৯০ দশকের শুরুর দিকে মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসানের বন্ধুত্বের শুরু। সেই থেকে আজ অবধি তাদের বন্ধুত্বে কোনোরকম ফাটল ধরেনি। দীর্ঘদিনের পথচলায় তারা একসঙ্গে অনেক নাটকেও অভিনয় করেছেন। সেসব নাটক শুধু দর্শকপ্রিয়ই হয়নি, এসেছে আলোচনাতেও। তিন বন্ধু আবারো একসঙ্গে একই ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইর প্রযোজনা সংস্থা এম প্রোডাকশনের ব্যানারে ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন শামীম জামান।



নির্মাতা শামীম জামান জানান, আপাতত ৫২ পর্ব নির্মিত হয়েছে। তবে তাদের লক্ষ্য ১০৪ পর্ব। ধারাবাহিক এই নাটকে মোশাররফ করিম অভিনয় করছেন মোহন চরিত্রে। আ খ ম হাসান নবাব চরিত্রে এবং শামীম জামান অভিনয় করছেন মুকিত চরিত্রে। ধারাবাহিক এ নাটকে এই তিন বন্ধুর সঙ্গে আরো যারা অভিনয় করছেন তারা হচ্ছে রোবেনা রেজা জুঁই, নাদিয়া আহমেদ, নাবিলা ইসলাম’সহ আরো অনেকে।


‘চাটাম ঘর’ ধারাবাহিকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, শামীম জামান, আ খ ম হাসানের সঙ্গে কাজ করতে গেলে মনেই হয় না কাজ করছি। কারণ তেমন কোনো চাপ অনুভব করি না। আমি যতোজন পরিচালকের নির্দেশনায় কাজ করে আনন্দ পাই তাদের মধ্যে শামীম জামান অন্যতম। শামীম জামানের অনেক নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। ভালো কাজ করার জন্য যে রসদ দরকার তা অনেক সময়ই পাওয়া যায় না। চাটাম ঘর এই গল্পে মূলত শিল্পের কথা বলে। শিল্পের বড় একটি জায়গা হচ্ছে বাস্তবতাকে ছাড়িয়ে কল্পনার জগতে ঢুকে যাওয়া। সেই কল্পনারতো কোনো সীমা নেই। রবীন্দ্রনাথ কখনো শিশুর কল্পনা জগতকে বাঁধাগ্রস্ত করতেন না। তাই চাটাম ঘরে কল্পনা আশ্রয় নিয়েছে। কল্পনায় মানুষ যে কতো জায়গায় যেতে পারে তার কোনো সীমা নেই। সেই কল্পনাকেই মানুষের গাল গল্পের মধ্যদিয়ে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে চাটাম ঘরের মধ্যদিয়ে। সব গল্পই নাটক নয় তবে কোনো কোনো গল্প নাটক হয়ে উঠে নাট্যকারের লেখনীর মধ্যদিয়ে। চাটাম ঘর নাটক হয়ে উঠেছে।



শামীম জামান বলেন, চাটাম ঘর নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আমার বিশ্বাস চাটাম ঘর দর্শকের মনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। কারণ এই নাটকের গল্পে অনেক ভিন্নতা আছে। আর যারা অভিনয় করছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি বিশেষত কৃতজ্ঞ আমার বন্ধু মোশাররফ করিমের কাছে। সেই সাথে আখম হাসানের কাছেও।


আ খ ম হাসান বলেন, এরইমধ্যে বুঝতে পেরেছি যে নাটকটি বেশ জমে উঠেছে, কারণ বেশ সাড়া পাচ্ছি।


তারা তিনজন একসঙ্গে প্রথম কবির বাবুর নির্দেশনায় ‘কাঠ কয়লার ছবি’ নাটকে অভিনয় করেন। শামীম জামানের নির্দেশনায় মোশাররফ করিম, আ খ শ হাসান ও শামীম জামান প্রথম অভিনয় করেন ‘তিন তালা তিন চাবি’ নাটকে। তিন বন্ধুর মধ্যে শুধু শামীম জামানই নির্দেশক হিসেবে নিয়মিত কাজ করেন। শামীম জামানের নির্দেশনায় মোশাররফ করিম প্রথম ‘ডাক্তার জামাই’ নাটকে অভিনয় করেন।


বিবার্তা/অভি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com