শিরোনাম
বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে দিল্লিতে গাইলেন মিতালী মুখার্জি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:৪৩
বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে দিল্লিতে গাইলেন মিতালী মুখার্জি
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের গজল সম্রাজ্ঞী বাংলাদেশের মেয়ে মিতালী মুখার্জি। তার জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। দীর্ঘদিন যাবত তিনি ভারতেই অবস্থান করছেন। কিন্তু তার মন পড়ে থাকে বাংলাদেশে। তাই সময় সুযোগ পেলেই ছুটে আসেন বাংলাদেশে।


গেলো ১৬ ডিসেম্বর ছিলো বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিতালী মুখার্জি। ১৭ ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বাংলা ভাষা ভাষীসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। মিতালী মুখার্জি বলেন, বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মোজাম্মেল আলীর কাছে কৃতজ্ঞ আমাকে এমন একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সুযোগ করে দেবার জন্য। তিনি এবং তার
স্ত্রীর আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি। অনুষ্ঠানে আমি বাংলাদেশের দেশাত্ববোধক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, গজল পরিবেশন করেছি। মূলত যারা বাংলা ভাষা বোঝেন না তাদের জন্যই গজল পরিবেশন করেছি।


এছাড়াও আমার বিখ্যাত কিছু গানও পরিবেশন করেছি। সবমিলিয়ে খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। সবাই বেশ মনোযোগ দিয়ে গান শুনছিলেন। শ্রোতা দর্শকের গানের প্রতি
মনোযোগ আমাকে মুগ্ধ করেছে। দেশের বাইরে দেশেরই বিজয় দিবসে এই ধরনের অনুষ্ঠানে গান গেয়ে আমি গর্বিত, আনন্দিত।


মুঠোফোনে মিতালী মুখার্জি আরো জানান, বাংলাদেশের শিল্প, সংস্কৃতি এতোটাই উন্নত দেশের বাইরে আসলে তা খুব ভালোভাবে উপলদ্ধি করা যায়।


এদিকে মিতালী মুখার্জি জানান, যে কোনো সময় তিনি দেশে আসতে পারেন। তবে কোন অনুষ্ঠানে আসবেন সে বিষয়ে তিনি কোন নিশ্চয়তা দেননি।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com