শিরোনাম
আইএমডিবি পুরস্কারে বছর সেরা হলেন যারা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৮, ১৩:০৬
আইএমডিবি পুরস্কারে বছর সেরা হলেন যারা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিনেমা রেটিংয়ের বিখ্যাত সাইট আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেস) এর বিচারে এ বছরের সেরা বলিউড তারকা নির্বাচিত হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ইন্টারনেটে দেয়া ভোটে ভারতের সেরা ১০ জন থেকে এই তারকাকে বাছাই করা হয়।


তালিকায় দীপিকার ঠিক পরেই রয়েছেন শাহরুখ খান। এরপর রয়েছেন আমির। তৃতীয় স্থানে রয়েছেন ঐশ্বরিয়া রাই। সেরা দশে রয়েছেন অক্ষয় কুমার আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ, ইরফান খান ও রাধিকা আপ্তের মতো তারকারা।


এদিকে ভারতে ‘স্টার স্ক্রিন’ অ্যাওয়ার্ডে বছরের সেরা বলিউড তারকাদের নাম প্রকাশিত হয়েছে। সম্প্রতি মুম্বাইতে তারকাদের জমজমাট উপস্থিতিতে এই পুরস্কার দেয়া হয়।


দেখা নেয়া যাক কারা পেয়েছেন এই সম্মাননা।


সেরা অভিনেতা


‘পদ্মাবত’ ছবির জন্য ২০১৮ সালের সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রণবীর সিং।


সেরা অভিনেত্রী


‘রাজী’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার যায় আলিয়া ভাটের ঝুলিতে।


সেরা অভিনেতা (সমালোচকদের বিচারে)


সমালোচকদের বিচারে ‘বাধাই হো’ ছবির জন্য গজরাজ রাওকে সেরা অভিনেতার পুরস্কার দেয়া হয়।


সেরা অভিনেতা (জনপ্রিয়তার বিচারে)


জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হন অভিনেতা রাজকুমার রাও। ‘স্ত্রী’ ‘ওমের্তা’ ও ‘ফ্যানি খান’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে তিনি এই পুরস্কার জিতেন।


সেরা ছবি


‘স্টার স্ক্রিন’ অ্যাওয়ার্ডে সেরা ছবির মর্জাদাও পেয়েছে রাজকুমার রাও অভিনীত ছবি ‘স্ত্রী’।


সেরা নবাগত অভিনেতা


ধড়ক ছবির জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন ঈশান খট্রর।


সেরা নবাগতা অভিনেত্রী


‘পটাখা’ ছবির জন্য সেরা নবাগতা অভিনেত্রীর নির্বাচিত হন রাধিকা মদন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com