শিরোনাম
সালমানের সাড়া জাগানো চরিত্রগুলি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১২:১১
সালমানের সাড়া জাগানো চরিত্রগুলি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের সবচেয়ে জনপ্রিয় সিংহপুরুষ সালমান খানের দীর্ঘ ক্যারিয়ারে যোগ হয়েছে এমন কিছু চরিত্র, যা দর্শকমনে জ্বলজ্বল করে। দর্শক এখনো দেখতে চান সালমানের করা ওইসব চরিত্র। জেনে নিন, বলিউড হার্টথ্রুব সালমানের করা সেইসব আলোচিত চরিত্র।


আন্দাজ আপনা আপনা (১৯৯৪): কমেডি চরিত্রে প্রেমের ভূমিকায় অভিনয় করেন সালমান। এ ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেন তিনি। ছবিতে দুজনের উদ্দেশ্য ছিল ধনী বউ বিয়ে করা।


হাম আপকে হ্যায় কৌন (১৯৯৪): মাধুরী দীক্ষিতের বিপরীতে প্রেম চরিত্রে অভিনয় করেন সালমান।


খামোশি (১৯৯৬): প্রথমবারের মতো সালমানের সঙ্গে কাজ করেন সঞ্জয়লীলা বানসালি। খ্রিস্টান মেয়ের প্রেমিকের চরিত্রে অভিনয় করেন যুবক সালমান।


জড়ুয়া (১৯৯৭): এ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। প্রেম ও রাজা জমজ দুই ভাই। জন্মের পরপরই বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে। ধনী পরিবারের সন্তান হিসেবে বেড়ে ওঠেন প্রেম। আর মুম্বাইয়ের বাউন্ডুলে যুবক হিসেবে বেড়ে ওঠেন রাজা।


হাম দিল দে চুকে সানাম (১৯৯৯): সঞ্জয়লীলার আরেকটি চিরায়ত প্রেমের ছবি। সংগীতপ্রেমী সামিরের চরিত্রে অভিনয় করেন সালমান। যিনি তার গুরুর মেয়ে ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে পড়েন।


তেরে নাম (২০০৩): সালমান খানের অন্যতম জনপ্রিয় একটি ছবি। সবচেয়ে ব্যতিক্রমধর্মী এ ছবিটি সমালোচকদের বহুল প্রশংসা পেয়েছে। রাধে মৌহান নামক এক যুবকের চরিত্রে অভিনয় করেন সালমান। দুর্বৃত্তদের আঘাতে স্মৃতি হারায় রাধে। স্মৃতি ফিরে পাওয়ার পর প্রেমিকাকে খুঁজতে শুরু করেন রাধে। কিন্তু একটু দেরিই হয়ে যায় তার। অন্য আরেকজনকে যাতে বিয়ে করতে না হয় তাই আত্মহত্যা করে রাধের প্রেমিকা।


দাবাং (২০১০): এ তালিকার শীর্ষেই আছে পুলিশ অফিসার চুলবুল পান্ডে। তার দৃঢ় পেশী, স্টাইলিশ চলাফেরা, সেন্স অব হিউমার সবকিছু মিলেই সালমান সবার জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।


বডিগার্ড (২০১১): কঠোর চরিত্র লাভলি সিংয়ের চরিত্রে অভিনয় করেন সালমান। নিজের জীবন উৎসর্গ করে ধনীকন্যা শেরাকে রক্ষা করার দায়িত্ব দেয়া হয় তাকে।


ক থা টাইগার (২০১২): প্রখর বুদ্ধির অধিকারী র’ এজেন্টের চরিত্রে কাজ করেন সালমান। সারাবিশ্বে ৩০৭ কোটি রুপি আয় করে ছবিটি। ভারতের মধ্যে সবচেয়ে আয় করার ছবির তালিকায় দ্বিতীয় অবস্থান করে নেয়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com