শিরোনাম
হোটেল থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১৭:০১
হোটেল থেকে আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আবাসিক একটি হোটেল থেকে খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পান্থপথের 'হোটেল ওলিও’র একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।


শেরে বাংলা থানার উপ-পরিদর্শক এসআই তপন কুমার সরকার জানান, গত ২৮ নভেম্বর তিনি পান্থপথের ওই হোটেলের ৮০৯ নম্বর কক্ষে ওঠেন। শনিবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সুরতহাল শেষে দুপুরে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


আনোয়ার হোসেনের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে মারা গেছেন তিনি। ময়না তদন্তের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


উল্লেখ্য, আনোয়ার হোসেন বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী। তিনি ১৯৪৮ সালের ৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন।


১৯৬৭ খ্রিস্টাব্দে মাত্র দুই ডলার ( ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তাঁর আলোকচিত্রী জীবনের শুরু। পরবর্তীতে ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।


সূর্যদীঘল বাড়ি (১৯৭৯), এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০), পুরস্কার (১৯৮৩), অন্য জীবন (১৯৯৫) ও লালসালু (২০০১) সিনেমায় শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।


বিবার্তা/খলিল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com