শিরোনাম
‘মনের মানুষ পাওয়াটা সহজ কথা নয়’
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১৩:২৩
‘মনের মানুষ পাওয়াটা সহজ কথা নয়’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পদ্মা (জয়া আহসান) বলছেন, বাবায় কইত, এ জন্মের ঋণ নাকি মাইনষে এ জন্মেই শোধ কইরা যায়। ব্যাকগ্রাউন্ডে কালিকাপ্রসাদের গলায়, বন্ধু তোর লাইগ্যা রে।


ঠিক এখানেই ‘বিজয়া’র মূল সুরটা বেঁধে দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক সত্ত্বার মুন্সিয়ানার পরিচয় তিনি বহুবার বাঙালিকে দিয়েছেন। কিন্তু ‘বিসর্জন’-এর পর যে অপেক্ষা শুরু করেছিলেন দর্শক, সেই অপেক্ষার ফল যে নিরাশ হবেন না আপনি, তার আগাম ঝলক নিয়ে মুক্তি পেল ‘বিজয়া’র ট্রেলার।


প্রশংসা, সম্মান তো বটেই। বক্স অফিসের নিরিখেও কুর্নিশ আদায় করে নিয়েছিল কৌশিকের ‘বিসর্জন’। সিনেমা হল থেকে বেরিয়ে দর্শক ভেবেছিলেন, এর পর? কী হল পদ্মা, নাসিরের? গণেশ মণ্ডলও কি পদ্মাকে নিয়ে সুখে সংসার করবেন? আর পদ্মার ছেলে?... বাবার পরিচয় সে পাবে তো?


ঠিক এই ভাবনা থেকেই কৌশিক বেঁধেছেন তার পরের গল্প। ‘বিসর্জন’-এর সিক্যুয়াল ‘বিজয়া’। ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন। দুই ধর্মের মানুষের প্রেম ফ্রেমবন্দি করেছেন পরিচালক।


ট্রেলারে গণেশ অর্থাত্ কৌশিকের ডায়লগ, ভালবাসার মানুষ, মনের মানুষ পাওয়াটা সহজ কথা নয়।


আর দর্শক ভাবছেন, নাসির কি ফের ফিরে আসবে পদ্মার জীবনে? উত্তর পেতে গেলে আর সামান্য অপেক্ষা। আগামী জানুয়ারির শুরুতেই মুক্তি পাবে এই ছবি। সূত্র: আনন্দবাজার


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com