শিরোনাম
ঢাকায় ফোক ফেস্ট শুরু
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ২২:২৬
ঢাকায় ফোক ফেস্ট শুরু
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আর্মি স্টেডিয়ামে নৃত্যের তালে তালে শুরু হলো লোক গানের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৮’।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অতিথিদের প্রবেশের জন্য গেট খোলা হয়। কিছুক্ষণ পরেই ভাবনা নৃত্য নাট্য দলের নৃত্যের তালে তালে শুরু হয় এবারের আসরের।


সামিনা হোসেন প্রিমার পরিচালনায় ৫০জনেরও বেশি নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন একসঙ্গে। তিনদিনব্যাপী এই উৎসব শেষ হবে ১৭ নভেম্বর।


এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী।


তাদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো।


ভারত থেকে আসবেন ওয়াদালি, রাঘুদিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেন থেকে লাস মিগাস আসবেন। তারা সবাই সংগীত পরিবেশন করবেন।


উল্লেখ্য প্রথমদিন উৎসবের পরিবেশনায় আে বাংলাদেশের বাউল আব্দুল হাই দেওয়ান, ভারতের ওয়াদালি ব্রার্দাস, সাত্যকি ব্যানার্জি ও পোল্যান্ডের দিকান্দা।


বিবার্তা/অভি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com