শিরোনাম
‘নেটফ্লিক্স’ থেকে নিষেধাজ্ঞা তুলছে কান উৎসব
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ১৫:১৮
‘নেটফ্লিক্স’ থেকে নিষেধাজ্ঞা তুলছে কান উৎসব
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কান উৎসবে নেটফ্লিক্স নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে। সেই রেশ থেকেই এবারের আসরে নেটফ্লিক্সকে নিষিদ্ধ করা হয়েছিল। গতবছরের উৎসবে নেটফ্লিক্সের দুটি সিনেমা অংশ নিয়েছিল। আর এ ঘটনায় ফরাসি সিনেমা পরিবেশকদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছিল। আর তাই নেটফ্লিক্সের বিষয়টি নিয়ে ভাবছেন কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।


ফ্রেমো বলেন, ‘আমি নেটফ্লিক্সের পক্ষে বা বিপক্ষে কোনোটাই নই। আমার কাজ কেবল সিনেমার পরিস্থিতি দেখানো এমন একটা সময়। যখন মার্টিন স্করসেসে নেটফ্লিক্সে সিনেমা মুক্তি দিতে যাচ্ছে। ২০১৭ সালে উৎসব বোর্ড আমাকে বলে, প্রেক্ষাগৃহে মুক্তি না দেয়া কোনো সিনেমাকে গ্রহণ না করতে।’


তার কথায় বোঝা যাচ্ছে আগামী আসরে নেটফ্লিক্স আবারও থাকতে পারে। কারণ পরিচালক বলেন, ‘আমি আমার পছন্দের সব সিনেমাই উৎসবে দেখাতে চাই। নেটফ্লিক্সের ওপর নিষেধাজ্ঞার কারণে ২০১৮ সালে এ রকম অনেক পছন্দের সিনেমা আমন্ত্রণ জানাতে পারিনি। দেখা যাক, ২০১৯ সালে কী করা যায়। এ জন্য আগামী উৎসব পর্যন্ত অপেক্ষা করতে হবে।’


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com