শিরোনাম
‘সিআইডি’-র যাত্রা কি এবার শেষের পথে
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১৪:০৩
‘সিআইডি’-র যাত্রা কি এবার শেষের পথে
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা ভারতীয় টিভি শোগুলোর একটি হলো ‘সিআইডি।’ ১৯৯৮ থেকে যাত্রা শুরু হয়েছিল ‘সিআইডি’র। তুমুল জনপ্রিয়তা পেয়ে দুই দশক ধরে চলার পর এবছরের ২৭ অক্টোবর বন্ধ হয়ে যাচ্ছে এই টিভি শোটি।


বি পি সিং ও প্রদীপ উপ্পুর পরিচালিত এবং ফায়ারওয়ার্কস প্রোডাকশন প্রযোজিত অনুষ্ঠানটির প্রায় ১ হাজার ৫৪৬টি পর্ব দেখানো হয়েছে। এসিপি প্রদ্যুমান, দয়া, অভিজিত আর ফ্রেড্রিকস এর রহস্য উৎঘাটনের অভিযান নাকি এখন আর আগের মতো দর্শক টানতে পারছে না। অন্যান্য ধারাবাহিকের টিআরপি ‘সিআইডি’র থেকে বেশি।


‘আখির লাশ গ্যায়ে কাহা’, ‘দয়া দরওয়াজা তোর দো’, ‘কুছ তো গড়বর হ্যায় দয়া’, ‘কানুন কো হাত মে লেনা বহুত ম্যাহেঙ্গা পাড়েগা’, ‘দয়া, গুলি সিনে মে লাগি হ্যায় মতলব কিসি নে সামনে সে গুলি চালায়ি হ্যায়’, ‘আব পুরি জিন্দেগি সাড়তে রেহনা জেল মে’, ‘দয়া পাতা লাগাও’সহ আরও অসংখ্য ডায়ালগ ‘সিআইডি’ ভক্তদের মনে গেঁথে গিয়েছে। কয়েক প্রজন্ম বেড়ে উঠেছে সিআইডি দেখে। তাই হঠাৎ বন্ধ হওয়ার এই খবরে সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করছেন ভক্তরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com