শিরোনাম
রবিবার মঞ্চায়ন হবে থিয়েটার সার্কেলের ‘ধলেশ্বরীর কাব্যগাথা’
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১৩:০৮
রবিবার মঞ্চায়ন হবে থিয়েটার সার্কেলের ‘ধলেশ্বরীর কাব্যগাথা’
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঐতিহ্যবাহী থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের নতুন কমিটির অভিষেক উপলক্ষে উদ্বোধনী মঞ্চায়ন হবে নাটক ‌‘ধলেশ্বরীর কাব্যগাথা’। সেই সাথে সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।


রবিবার সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জ শিল্পকলার অডিটোরিয়ামে থিয়েটার সার্কেলের ৫৬তম প্রযোজনা ‘ধলেশ্বরীর কাব্যগাথা’ মঞ্চস্থ হবে। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন শিশির রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দ এবং মুন্সীগঞ্জের সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।


থিয়েটার সার্কেলের সভাপিত সাব্বির হোসাইন জাকির জানান, নতুন এই নাটকটি আমাদের ধলেশ্বরীর নদী নিয়ে লেখা। আশা করি সবাই নাটকটি দেখে সন্তুষ্ট হবেন।



সবাইকে নাটক দেখার আমন্ত্রণ জানিয়ে সাধারণ সম্পাদক আল মামুন জানান, নদী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ধ্বংস হচ্ছে এমন বিষয়গুলোই ফুটিয়ে তোলা হয়েছে আমাদের নতুন প্রযোজনায়।


থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ দুই দশক ধরে নাটকের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে। সাফল্যের সাথে মুন্সীগঞ্জে কাজ করে যাচ্ছে।


বিবার্তা/মুন্না/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com