শিরোনাম
আলম খান ও অ্যাণ্ডু কিশোরের উদ্যোগে ‘অপ্রকাশিত সৈয়দ হক’
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৭
আলম খান ও অ্যাণ্ডু কিশোরের উদ্যোগে ‘অপ্রকাশিত সৈয়দ হক’
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক তার প্রয়াণের দু’দিন আগে হাসপাতালের কেবিনে প্লে-ব্যাক সম্রাট অ্যাণ্ডু কিশোরকে তার অপ্রকাশিত কিছু গানের দায়িত্ব দিয়ে যান এবং গানগুলো সুর করার জন্য আলম খানের কথা বলে যান। সেই দায়িত্ব কাঁধে নিয়ে আলম খান ও অ্যাণ্ডু কিশোর তার অপ্রকাশিত গানগুলো শ্রোতা দর্শকের কাছে যথাযথভাবে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন। তাদের এই উদ্যোগের সাথে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা।


এরইমধ্যে সৈয়দ শামসুল হকের একটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। প্রথম গানটির শিরোনাম হচ্ছে ‘অপ্রকাশিত সৈয়দ হক-১’। গানের কথা হচ্ছে ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে’।


গানটি প্রসঙ্গে আলম খান বলেন, আমি সম্পূর্ণ আবেগ দিয়ে গানটির সুর সঙ্গীতায়োজন করেছি। গানটির মুখ আমি বেশ কয়েকরকমের করেছি। সেখান থেকে একটি রেখেছি আমি। অন্তরায় প্রথম লাইনের পর দ্বিতীয়বারের সুরটি ইমপ্রোভাইজ করা যা আমার জীবনে প্রথম। এই গানে যখন অ্যাণ্ডু কণ্ঠ দিয়েছে তখন আমি সেই কিশোরকেই খুঁজে পেয়েছি যে কিশোরকে আমি শুরুতে পেয়েছিলাম। অসাধারণ গেয়েছে অ্যাণ্ডু। আমার সুর করা কোনো গানই আমি কখনো এতোবার শুনিনি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি এই গানটি শুনে তারপর ঘুমাই। হক ভাইয়ের লেখা গান ও কবিতা নিয়ে আমার এবং অ্যাণ্ডু কিশোরের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলতে থাকবে।


অ্যাণ্ডু কিশোর বলেন, হক ভাই মারা যাবার দু’দিন আগে আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। সেখানেই তিনি আমাকে তার লেখা কয়েকটি গান আমাকে গাইতে বলেন এবং গানগুলোর সুর করার জন্য আমার গুরু আলম ভাইয়ের কথা বলেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু এই গান করতে গিয়ে বারবারই মনে হয়েছে হক ভাই আমাদের মাঝে বেঁচে আছেন। হক ভাইয়ের লেখা গান বুঝতে হলে অনেক সময় লাগে। কয়েকবার পড়ার পর তা বুঝা যায়। হক ভাইকে দেয়া কথা আমি রাখতে পেরেছি এটাই অনেক ভালোলাগার বিষয়। কারণ তার লেখা গান হায়রে মানুষ গানটি গেয়েই আমি জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। আমার গাওয়া গান আমি নিজে এতোবার শুনিনি এই গানটি যতোবার শুনেছি। অবশ্যই কৃতজ্ঞ সঙ্গীতার কর্ণধার সেলিম খানের প্রতি।



সেলিম খান বলেন, আলম স্যার এবং অ্যাণ্ডু দাদার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ যে নতুন প্রজন্মের উপযোগী করেই গানটি করা হয়েছে। শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করে সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হবে।


উল্লেখ্য সৈয়দ শামসুল হকের লেখা আলম খানের সুরে অ্যাণ্ডু কিশোরের বিখ্যাত গানগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ‘ভুলি নাই তোমাদের মতো’, ‘হায়রে মানুষ’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘কারে বলে ভালোবাসা’, ‘আমি চক্ষু দিয়া’, ‘তোরা দেখ দেখ’ ইত্যাদি।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com