শিরোনাম
চলচ্চিত্রে নাজিরা মৌ’র যাত্রা শুরু, সঙ্গে ইন্দ্রনীল
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৬
চলচ্চিত্রে নাজিরা মৌ’র যাত্রা শুরু, সঙ্গে ইন্দ্রনীল
ছবি : মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

দীর্ঘদিন ধরেই টিভি নাটকে অভিনয় করছেন নন্দিত নাট্যাভিনেত্রী নাজিরা মৌ। অভিনয়ের এই পথচলায় অনেক চলচ্চিত্রেই অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু গল্প এবং চরিত্র পছন্দ না হওয়ায় চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি তাকে। কিন্তু নির্মাতা সোয়াইবুর রহমান রাসেলের কাছ থেকে যখন ‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান তখন নাজিরা মৌ তাতে অভিনয় থেকে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি।


গেলো ফেব্রুয়ারিতেই তিনি রাসেলের ‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন এবং যথারীতি এই চলচ্চিত্রের নায়ক কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত’র দেয়া সিডিউল অনুযায়ী গেলো ২০ সেপ্টেম্বর থেকে এর শুটিং শুরু হয়েছে।


পরিতোষ বাড়ৈ’র গল্প এবং সংলাপে নির্মিত হচ্ছে ‘নন্দিনী’ চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন নাজিরা মৌ এবং এতে পলাশ নামক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে ‘নন্দিনী’র শুটিং হয়। সেখানেই কথা হয় নাজিরা মৌ ও ইন্দ্রনীল সেনগুপ্ত’র সঙ্গে।


মৌ বলেন, নন্দিনীর গল্প আমার এবং আমার মায়ের পছন্দ হওয়ায় এই চলচ্চিত্রে আমার কাজ করা। রাসেলের নির্দেশনায় এর আগে আমি নাটকে অভিনয় করেছি। চলচ্চিত্রে আমি প্রথম কাজ করছি। ইন্দ্রনীল একজন শিল্পী হিসেবে ভীষণ অমায়িক, দারুণ সহযোগিতা পরায়ণ। প্রতিটি দৃশ্যে অভিনয়ের আগে ইন্দ্রনীলই আমাকে রিহোর্সেলে উদ্বুদ্ধ করছে যেন অভিনয়টা স্বাভাবিক হয়। সবমিলিয়েই আমার প্রথম চলচ্চিত্রের কাজ অনেক ভালো হচ্ছে।


‘নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ইন্দ্রনীল সেনগুপ্ত বলেন, এই নিয়ে তৃতীয়বারের মতো ঢাকার চলচ্চিত্রে কাজ করছি। নিঃসন্দেহে নন্দিনী’র গল্পই মূলত আমাকে এই চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী করে তুলেছে। তাছাড়া আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। বেশ গুছানো, পরিপাটি একটি ইউনিট। যে কারণে কাজ করেও ভীষণ ভালোলাগছে। আমার প্রধান সহশিল্পী নাজিরা মৌ, তারসঙ্গে প্রথম কাজ করছি আমি। মৌ খুব ভালো অভিনয় করছে। ভীষণ কোঅপারেটিভও মৌ।


আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে ট্রেনে যেতে যেতে ‘নন্দিনী’র শুটিং-এ অংশ নেবেন ইন্দ্রনীল ও নাজিরা মৌ। প্রথম লটের শুটিং শেষে পরেরদিন সকালের ফ্লাইটে ঢাকায় ফিরে কলকাতা ফিরে যাবেন ইন্দ্রনীল।


‘নন্দিনী’তে আরো যারা অভিনয় করছেন তারা হচ্ছেন ফজলুর রহমান বাবু, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গহর, নিকুল কুমার মন্ডল। এর আগে ইন্দ্রনীল সেনগুপ্ত বাংলাদেশে রেদওয়ান রনির ‘চোরাবালি’ এবং মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।


বিবার্তা/অভি/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com