শিরোনাম
নওয়াজউদ্দিন একজন অসাধারণ অভিনেতা: হিরানি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫১
নওয়াজউদ্দিন একজন অসাধারণ অভিনেতা: হিরানি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্তমানে বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা নওয়াজউদ্দিন। তবে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে কোনো অংশে অন্যদের চেয়ে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে।


ক্যারিয়ারের শুরুর দিকে রাজকুমার হিরানির মুন্না ভাই এমবিবিএস সিনেমায় একজন পকেটমারের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। এতে নওয়াজের অভিনয়ের প্রশংসা করলেও এ অভিনেতা এত বড় তারকা হবেন তা ভাবেননি হিরানি। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন এ নির্মাতা।


এ প্রসঙ্গে রাজকুমার হিরানি বলেন, ‘সিনেমার দৃশ্য ছিল সবাই তাকে মারধর করবে এবং তারা সত্যিই করেছিল! আমি তাকে বলেছিলাম, অসাধারণ কাজ করেছ, তুমি একজন অসাধারণ অভিনেতা। কিন্তু আমি কখনোই ভাবিনি নওয়াজউদ্দিন এত বড় একজন তারকা অভিনেতা হবে।’


সিনেমার দৃশ্যে দেখা যায়, অভিনেতা সুনীল দত্তের পকেট মারেন নওয়াজউদ্দিন। এরপর লোকজন তাকে মারধর করে। সেখান থেকে তাকে উদ্ধার করেন সুনীল দত্ত।


এই দৃশ্যের পেছনের গল্প বলতে গিয়ে হিরানি বলেন, ‘সুনীল দত্ত প্রায় ১৬ বছর পর সিনেমাটিতে অভিনয় করেছিলেন। আমরা শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলাম তখন সুনীল দত্ত সাহেবের মনে হয়, তার কোনো আহামরি দৃশ্য নেই। শুধু পরিচয় দৃশ্য। তারপর তিনি বিধু বিনোদ চোপড়াকে ডাকলেন এবং তিনি আমাকে বললেন একটি দৃশ্য যুক্ত করতে। আমি বলেছিলাম এমনটা সম্ভব নয় কারণ এতে করে সিনেমার ধারবাহিকতা নষ্ট হবে। তিনি তারপরেও জোর করলেন। অনেক ভেবে চিন্তে পকেটমারের দৃশ্যটি যুক্ত করি যেখানে একজন চোর তার পকেটমারে এবং লোকজন পকেটমারকে মারধর করে। দত্ত সাহেব তাকে সেখানে থেকে উদ্ধার করে এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে পরামর্শ দেন কারণ তারা অনেক হতাশায় থাকে।’


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com