শিরোনাম
সুইজারল্যান্ডে স্ট্যাচু অব শ্রীদেবী
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫২
সুইজারল্যান্ডে স্ট্যাচু অব শ্রীদেবী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীদেবী, বলিউডের `চাঁদনি`। তিনি বলিউডের প্রথম মহিলা `সুপারস্টার`ই নন, খ্যাতি তার বিশ্বজোড়া। যশ চোপড়ার ছবি `চাঁদনি`তে শ্রীদেবীর অভিনয়ে মুগ্ধ হন সিনেমাপ্রেমী দর্শক। ১৯৮৯ সালের এই ছবি সুপার-ডুপার হিট হয়। আর তার পর থেকে `চাঁদনি` বলেই পরিচিত হয়ে আসছেন শ্রী।


সুইজারল্যান্ডের পর্যটক বৃদ্ধিতে শ্রীদেবীর অনেক অবদান। আল্পস পর্বতমালার সামনে শ্রীদেবীর নাচ-গানের দৃশ্য, রোমান্টিক অভিনয় বহু পর্যটককে আকর্ষণ করেছিল। পর্যটক বাড়িয়ে দেয়ার কৃতজ্ঞতাস্বরূপ দেশটিতে শ্রীদেবীর একটি স্টাচু বা ভাস্কর্য স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পর্যটন বিভাগ।


যশ চোপড়ার `চাঁদনি` ছবির সঙ্গে সুইজারল্যান্ডের বিশেষ একটি সম্পর্ক রয়েছে? যশ চোপড়ার এই ছবির শ্যুটিং যে সেদেশেই হয়েছিল। তবে শুধু `চাঁদনি` কেন, যশ চোপড়ার বহু ছবির শ্যুটিং হয়েছে সুইজারল্যান্ডের মাটিতেই। ছবির শ্যুটিংয়ের পাশাপাশি সুইজারল্যান্ডের পর্যটন শিল্পের জন্য বহুবার প্রমোশনও করেছেন শ্রী। আর সেকথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে সুইজারল্যান্ড সরকার। সেদেশের পর্যটন শিল্পে বলিউডের মহিলা সুপারস্টারের ভূমিকার কথা মাথায় রেখেই সেদেশের মাটিতে শ্রীদেবীর মূর্তি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।


২০১৬ সালে বলিউডের খ্যাতনামা পরিচালক যশ চোপড়ার মূর্তিও সুইজারল্যান্ডে তৈরি করে সেদেশের সরকার।


প্রসঙ্গত, ১৯৬৪ সালে প্রথমবার কোনও ভারতীয় ছবির শ্যুটিং হয় সুইজারল্যান্ডে। আর এই ছবিটি ছিল রাজ কাপুরের ছবি `সঙ্গম`। আর এরপরে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে সহ একাধিক ছবির শ্যুটিং হয়েছে সেদেশের মাটিতে। যশ চোপড়া পরিচালিত শেষ ছবি `যব তক হ্যায় জান`-এর শ্যুটিংও হয়েছে সেদেশে। সবমিলিয়ে বলা যেতেই পারে সুইজারল্যান্ডের সঙ্গে বলিউডের সম্পর্কটা বেশ গভীর। ওই দেশের পর্যটনের প্রচারেও দেখা যায় বলিউডের বহু তারকাকে। আর তাদের মধ্যে শ্রীদেবী অন্যতম। সূত্র: জি নিউজ


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com