শিরোনাম
জন্মদিনে পরিবারের কাছে ছুটে এলেন পপি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯
জন্মদিনে পরিবারের কাছে ছুটে এলেন পপি
ছবি : দীপু খান
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

আগামীকাল সোমবার তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপির জন্মদিন। জন্মদিনটি পরিবারের সঙ্গে কাটাবেন বলে গতকাল দুপুরে যশোর থেকে রাজধানীতে ছুটে এসেছেন তিনি। গত ৮ সেপ্টেম্বর সকালের ফ্লাইটে যশোরে গিয়েছিলেন পপি; একটি পাঁচ তারকা হোটেল’র উদ্বোধনীতে।


সেখানে তার সঙ্গে ছিলেন রিয়াজ ও অপু বিশ্বাস। যশোহরে সেই অনুষ্ঠান শেষে রবিবারেই মা, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে ছুটে এসেছেন পপি। পপি জানান গতকাল রবিবার রাতেই জন্মদিনের শুরুর প্রহরে পরিবারের সবাইকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন তিনি। আজ সারাদিন বাসাতেই থাকবেন তিনি।


পপি বলেন, ‘জন্মদিনে কোন কাজ নেই, জন্মদিনে আমার ছুটি। দিনটি পরিবারের সবার সঙ্গে আনন্দে কাটাবো। তবে আমার ফ্যান ক্লাবের বিশেষ অনুরোধ আছে তাদের নিমন্ত্রণে আমাকে ঘিরে জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখনই নিশ্চিত বলতে পারছিনা যে ফ্যান ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো কী না। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন দিনটি খুউব ভালোভাবে কেটে যায়।’


এদিকে এরইমধ্যে পপি প্রায় শেষ করেছেন সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন ইমন। এ ছাড়া আরিফের নির্দেশনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে পার্বতী চরিত্রেও কাজ করছেন তিনি। এতে তার বিপরীতে দেবদাস চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস।



শিগগিরই শুরু হবে শহীদুল হক খানের নির্দেশনায় ‘যুদ্ধ শিশু’ ও ‘টার্ন’ চলচ্চিত্রের কাজ। তবে এই দুটি চলচ্চিত্রে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত নয়। পপি আরো জানান শিগগিরই নতুন একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করবেন। তবে যেহেতু বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তাই সে বিষয়ে এখনই কিছু জানান দিতে চাচ্ছেন না তিনি।


কালাম কায়সারের ‘কারাগার’, নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন পপি। পপি প্রথম অভিনয় করেন শহীদুল খানের নির্দেশনায় ‘নায়ক’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ইলিয়াস কাঞ্চন। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ তার প্রথম সিনেমা। এতে তিনি ওমরসানীর বিপরীতে অভিনয় করেন। তার প্রথম দুটি বিজ্ঞাপন ছিলো বার্জার পেইন্ট ও লাক্স।


বিবার্তা/অভি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com