
জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত নতুন ছবি ‘ড্রাইভ’ মুক্তি পেতে চলেছে আজ। অ্যাকশন-ড্রামানির্ভর এ ছবিটি হলিউডের ‘ড্রাইভ’ ছবির রিমেক। এখানে জ্যাকুলিনের বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। নানা ধরনের থ্রিলারের মধ্যে দিয়ে এগিয়ে যাবে এ ছবির গল্প।
করণ জোহর প্রযোজিত এ ছবিতে জ্যাকুলিন অভিনয় করেছেন ভিন্নধর্মী একটি চরিত্রে। এখানে সিরিয়াস জ্যাকুলিনকে যেমন আবিস্কার করতে পারবেন তেমনি কমেডি কিংবা সুপারহট হিসেবেও দেখা যাবে নায়িকাকে।
এ ছবির জন্য আলাদা করে অ্যাকশন রপ্ত করেছেন জ্যাকুলিন। পাশাপাশি সুইমিংপুলে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কয়েকটি বিছানার দৃশ্যে রগরগে জ্যাকুলিনকেও আবিস্কার করা যাবে। সব মিলিয়ে ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ নায়িকা।
তিনি বলেন, ‘ড্রাইভ’ ছবিটি উত্তেজনায় ভরপুর। ছবিটির কোন অংশ দেখতেই বিরক্ত লাগবে না। একটি পরিপূর্ণ ছবি এটি। আমি এখানে অভিনয় করেছি ভিন্নধর্মী চরিত্র। সব ধরনের রূপেই এখানে দেখা যাবে আমাকে। এটি নিয়ে আমি খুব আশাবাদী।
বিবার্তা/অভি/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net