শিরোনাম
ফরিদুল হাসানের নির্দেশনায় তারা দু’জন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৩
ফরিদুল হাসানের নির্দেশনায় তারা দু’জন
ছবি: মোহসীন আহমেদ কাওছার
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

নির্মাতা ফরিদুল হাসানের নির্দেশনায় আনিসুর রহমান মিলন ও অহনা রহমান এর আগে ভিন্ন নাটকে অভিনয় করেছেন। এবারই প্রথম তার নির্দেশনায় মিলন ও অহনা প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে ধারাবাহিকে কাজ করছেন।


‘লাকী থার্টিন’ নামের দীর্ঘ ধারাবাহিকে তারা দু’জন অভিনয় করছেন। নাটকে লাকী চরিত্রে অভিনয় করছেন অহনা এবং রাজা চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। আগস্টেও শেষ সপ্তাহে রাজধানীর তিনশো ফুট সংলগ্ন একটি শুটিং হাউজে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে।


নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা ফরিদুল হাসান বলেন,‘ মহব্বত এলাকার জমিদার। তিনি এখন পর্যন্ত বারোটি বিয়ে করেছেন। তারই নাতি রাজার পছন্দ হয় লাকীকে। লাকীকে বিয়ে করার জন্য নানা মহব্বতকে সঙ্গে নিয়ে লাকীদের বাড়ি যায়। কিন্তু নানান মহব্বতের সঙ্গে বিয়ে দিতে আগ্রহী হয়ে উঠে লাকীর বাবা। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এগিয়ে যায় লাকী থার্টিন ধারাবাহিকের গল্প।’


এই ধারাবাহিকে জমিদার মহব্বত চরিত্রে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী। নাটকে মহব্বতের তিনজন স্ত্রীকে দর্শকের সামনে তুলে ধরা হবে। তারা হচ্ছেন শর্মিলী আহমেদ, খালেদা আক্তার কল্পনা ও ফারজানা ছবি।


ধারাবাহিক এ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘এর আগে ফরিদুল হাসানের বাউন্ডুলে ধারাবাহিকে অভিনয় করেছি। তার কাজ বেশ গুছানো। সবচেয়ে বড় কথা ফরিদ ভাই পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন। যে কারণে একজন শিল্পী হিসেবে আমি বেশ আগ্রহ নিয়ে, ভালোলাগা নিয়ে কাজ করি। অহনার সঙ্গে ধারাবাহিকে এবারই প্রথম কাজ করছি। যেহেতু গল্পটা বলা যায় আমাদের দু'জনের সম্পর্কের মধ্যে ভিন্ন ¯স্রোতে এগিয়ে যাবার গল্প, তাই আমরা দু’জনই অভিনয় বেশ উপভোগ করছি।’


অহনা বলেন, ‘আমি এর আগেও ফরিদ ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। অনেক যতœ নিয়ে তিনি নাটক নির্মাণ করেন। সবচেয়ে বড় কথা একটি পরিপাটি ইউনিট থাকে, যা শিল্পীদের জন্য খুউব গুরুত্বপূর্ণ। মিলন ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা ভীষণ উপভোগ করছি। তিনি এতো চমৎকার অভিনয় করেন আমি মুগ্ধ হয়ে তার অভিনয় দেখি। সহশিল্পী হিসেবে তারসঙ্গে কাজ করাটা সত্যিই অনেক ভালোলাগার। আর লাকী থার্টিন নাটকটির নাম ভূমিকায় অভিনয় করতে পেরেও ভীষণ ভালোলাগছে।’


ফরিদুল হাসান বলেন, ‘আমার নির্দেশনায় একসঙ্গে ধারাবাহিকে এবারই প্রথম কাজ অভিনয় করেছেন মিলন ও অহনা। দু’জনই দু’জনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। লাকী থার্টিন নাটকটি নিয়ে আমি নির্মাতা হিসেবে ভীষণ আশাবাদী। কারণ যারা এ নাটকে অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।’


নির্মাতা ফরিদুল হাসান জানান, শিগগিরই ‘লাকী থার্টিন’ ধারাবাহিকটি আরটিভিতে প্রচার শুরু হবে। নাটকে বিভিন্ন চরিত্রে আরো যারা অভিনয় করছেন তারা হচ্ছেন মাহমুদুল ইসলাম মিঠু, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, নাজিরা মৌ, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলু, আমিন আজাদ, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, হোমায়রা হিমু, সোহেল খান, শিশির আহমেদ, মিলি বাশার, আনন্দ প্রমুখ। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল।


এদিকে আগামী ৪ সেপ্টেম্বর আবারো আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হবেন মিলন। শুক্রবার সন্ধ্যায় তিনি জয় সরকারের ‘ইন্দুবালা’ চলচ্চিত্রের মহরতে অংশ নেন। অহনা অভিনয়ের পাশাপাশি রাজধানীর উত্তরায় তার বিউটি পার্লার ‘অহমি’ নিয়েও ব্যস্ত রয়েছেন। ফরিদুল হাসান নির্দেশিত ‘কমেডি ৪২০’ বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে, এটিএন বাংলায় প্রচারে আসবে ‘বাউন্ডুলে’ ধারাবাহিকটি।


বিবার্তা/অভি/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com