শিরোনাম
প্রথম চুমু নিয়ে মুখ খুললেন শ্রীলেখা
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ১৫:৫২
প্রথম চুমু নিয়ে মুখ খুললেন শ্রীলেখা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও জনপ্রিয় রিয়েল্যিটি শো মিরাক্কেলের বিচারকের কারণেই জনপ্রিয়তা বাড়ে তার। ৩০ আগস্ট ৪৭ বছরে পা দিবেন এই লাস্যময়ী অভিনেত্রী।


জন্মদিনকে সামনে রেখে আনন্দবাজার পত্রিকাকে এক বিশেষ সাক্ষাৎকার দেন তিনি।


সাক্ষাৎকারে শ্রীলেখা তার প্রথম চুমু খাওয়ার অভিজ্ঞতা জানিয়ে বলেন, তখন আমি জয়পুরিয়া কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়তাম। সবে প্রথম প্রেম করা শুরু করেছি। বয়ফ্রেন্ডের সঙ্গে ক্যাডবেরি শেয়ার করতে করতে চুমু খাওয়া। একটা গোটা ক্যাডবেরি শেয়ার করতে করতে একটা কিউব শেষ হতে হতে চুমু...। সেটা মারাত্মক চুমু ছিল। কী করে খেতে হয় জানতাম না। সেটার রেশ বোধহয় পরের এক বছর ছিল।


এছাড়াও প্রথম রোজগার নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী। এ বিষয়ে শ্রীলেখা বলেন, টিউশন করিয়ে আমার প্রথম রোজগার ছিল ৫০০ রুপি। আর জীবনের প্রথম শুটিংয়ে অংশ নিয়ে আমি পকেটে পুড়েছিলাম ৯০০ রুপি।


শ্রীলেখা পুরস্কার নিয়ে আরো বলেন, ঠিক মনে নেই। কিন্তু অভিনয় করার পরে রাস্তায় মানুষ আমাকে চিনতে পারছে, সেটাই আমার কাছে প্রথম পুরস্কার ছিল বলতে পারেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com